অনলাইনে নতুন জন্মনিবন্ধন আবেদন করতে হয় কী ভাবে এবং কী কী কাগজ পত্র লাগবে। ফরম পূরণ ও পিডিএফ ডাউনলোড করার উপায় সম্পর্কে জানবো। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র আমাদের জন্য অতি গুরুত্ব পূর্ণ। যে কোন সেবা পেতে যেমন, ব্যাংক একাউন্ট খোলা, চাকরীর আবেদন করা, পাসপোর্টের আবেদন করা বা সরকারি কোন সেবা পেতে অবশ্যই আমাদের জন্মনিবন্ধন বা ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। এবং সব কিছু থেকে বড় বিষয় হচ্ছে আমরা যে দেশে থাকি সেই দেশের পরিচয়পত্র হচ্ছে জন্মনিবন্ধন।আমাদের জন্মনিবন্ধন অবশ্যই নিবন্ধন করতে হবে। জন্মনিবন্ধন কার্ড বানানোর জন্য কিছু শর্ত রয়েছে। আনলাইনে নতুন জন্মনিবন্ধন আবেদন করতে যে সকল কাগজ পত্রের প্রয়োজন পড়বে তা নিয়ে বিস্তারিত জানতে পারবে।
নতুন জন্মনিবন্ধন আবেদনের জন্য যা যা প্রয়োজন
অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য https://bdris.gov.bd/ সাইটে ভিজিট করে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। এরপর যে ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করবেন তা সিলেক্ট করে নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, ঠিকানা পূরণ করে আবেদন করুন। তারপর আবেদনের প্রিন্ট কপি ইউনিয়ন পরিষদে জমা দিন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুসারে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
কোন অসুবিধার কারণে ৪৫ দিনের মধ্যে করতে না পারলে ও কোনো সমস্যা নেই। তবে ৫ বছরের মধ্যে অবশ্যই জন্ম নিবন্ধন (Jonmo Nibondhon) করিয়ে নিবেন। অন্যথায়, ৫ বছর বয়স অতিক্রান্ত হলে জন্ম নিবন্ধন করতে অনেক অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হয় এবং অসুবিধায় পড়তে হয়।
নতুন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন কিভাবে
নতুন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার কিছু সঠিক ও সহজ নিয়ম আছে। আমাদের দেওয়া বা বলা তথ্য অনুসারে আপনি আপনারা বা অন্যকারো Date Of bith Certificate বের করতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য https://bdris.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বরটি লিখুন। জন্ম তারিখ YYYY-MM-DD এই ফরম্যাটে লিখুন ক্যাপচা (গানিতিক সমস্যা) পূরন করে সার্চ বাটনে ক্লিক করুন CTRL+P বাটন Press করে প্রিন্ট অপশন থেকে PDF ডাউনলোড করুন।
আরো পড়ুনঃ অনলাইনে ভোটার আবেদন করার নিয়ম | ফরম ডাউনলোড পিডিএফ ২০২৪
জন্ম নিবন্ধন যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই বা চেক করতে আসলে খুব বেশী কাগজপত্রের প্রয়োজন হবে না। অনলাইনে এই তথ্য চেক করার জন্য শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদের কাগজটি থাকলেই যথেষ্ট আর কিছু লাগবে না।
অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা খুবই সহজ একটি কাজ। জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার জন্য প্রথমেই জন্ম নিবন্ধন সনদটি হাতের কাছে রাখতে হবে। আপনি চাইলে মূল জন্ম নিবন্ধনের কাগজটি, তার ছবি, ফটোকপি যে কোনটাই ব্যবহার করতে পারবেন। মূলত জন্ম নিবন্ধন সনদের নম্বরটিই এক্ষেত্রে জরুরী। জন্ম নিবন্ধন সনদ তৈরী, যাচাই ও এই সংক্রান্ত সকল কাজের জন্যই সরকারি ওয়েবসাইট রয়েছে( https://bdris.gov.bd/)।এই ওয়েবসাইটে গিয়ে আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন ।
একটি শিশুর বয়স ৫ বছরের থেকে বেশিহয়ে গেলে কীভাবে আবেদন করবেন
প্রথমে চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র আনতে হবে । এরপর প্রথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন পরবে। পিতা মাতার স্থানীয় ঠিকানার কর পরিশোধের রশিদ অথবা জমি বা বাড়ি ক্রয় করার দলীল বা খাজনা প্রদানের রশিদপিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি যদি থাকে তাহলে তা লাগবে ।এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি বয়স প্রমাণের জন্য চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্রের প্রয়োজন পরবে।
আশা করছি, আপনারা অনলাইনে জন্মনিবন্ধন আবেদন করার নিয়ম | ফরম ডাউনলোড পিডিএফ ২০২৪ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। ফাস্টবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।