অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা নিয়ে বিদেশ যাওয়া অনেকের স্বপ্ন। ক্লিনার ভিসা জন্য কত টাকা বেতন বা ভিসা খরচ কত এবং আবেদন করার নিয়ম নিয়ে আজকের পুরো বিষয়। নিচে আমাদের দেওয়া অস্ট্রেলিয়া কাজের ভিসা বা ক্লিনার ভিসা সকল বিষয় সহজ এবং সুন্দর ভাবে দেওয়া হবে মনযোগ সহকারে একবার পড়লে আপনার মনে ভিসা নিয়ে থাকবে না কোন প্রশ্ন।
অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা ২০২8
তাদের দেশে অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা মাধ্যমে জনবল নিচ্ছে তাদের দেশে। দেশ থেকে অস্ট্রেলিয়া গিয়ে ক্লিনার ভিসা কাজ করার অনেক বাংলাদেশিদের স্বপ্ন। আর এই স্বপ্নের দেশে যাওয়ার জন্য ভিসা জন্য আপনার খরচ কত টাকা লাগবে তা জানতে পারবেন আজকে। তার সাথে অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা জন্য যেভাবে আবেদন করবেন তাও জানতে পারবেন আপনারা। বাংলাদেশ থেকে অনেক মানুষ যাচ্ছেন অস্ট্রেলিয়া। কাজের জন্য অতিরিক্ত কোন শ্রম দেওয়ার প্রয়োজন হয় না। আমরা অস্ট্রেলিয়া কাজের ভিসা সহ অস্ট্রেলিয়া ভিজিট ভিসা অস্ট্রেলিয়া ওয়ার্কার ভিসা সহ কয়েকটি বিষয় সম্পর্কে জানব বিস্তারিত।
ক্লিনার ভিসার খরচ বা দাম
আপনাকে অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা যেতে হলে সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকা দাম বা খরচ হবে। কিন্তু অনেকে আছে দালাল অথবা প্রতারক সঙ্গে চুক্তি করে অস্ট্রেলিয়া ভিসার জন্য ২গুন দাম দিয়ে ৮-১২ লক্ষ টাকা দিয়ে ক্লিনার ভিসা দিয়ে বিদেশ যাচ্ছে। কারণ এ সকল দালাল আপনাকে নানা রকম কাজের অজুহাত দেখিয়ে অনেক টাকা দাবি করবে। অনেকেই রয়েছে যারা আপনাদের অস্ট্রেলিয়ায় কাজের কথা বলে শেষ পর্যন্ত প্রতারণার ফাঁদে ফেলবে।
আপনাকে মনে রাখতে হবে এইসব দালাল চক্র হাত থেকে নিজেকে রক্ষা করা। দালাল বা চক্র হাত থেকে আপনি সচেতন থাকবে আর তাদের সাথে কোন চুক্তিবদ্ধ হবেন না। অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা নেই, ভিসা সংক্রান্ত যেকোন তথ্য জন্য আপনি এজেন্সি সাহায্য নিতে পারেন। তারা আপনাকে আপনার ক্লিনার ভিসা প্রসেসিং করে দিবে আপনার ঝামেলা অনেকটা কমে যাবে।
ক্লিনার ভিসা বেতন
অস্টেলিয়া ক্লিনার ভিসা বেতন আপনার স্কিল এর উপর নির্ভর করবে। সাধারণত ক্লিনার ভিসায় ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন দেওয়া হয়। আপনি যদি নতুন হন থাহলে আপনার বেতন কম থাকবে। আপনি অস্টেলিয়া যাওয়ার পর আপনার কাজের স্কিল যত দ্রুত বা তারাতাড়ি বাড়াতে পারবেন তত দ্রুত আপনার বেতন বৃদ্ধি করবে। সেখানে তার সাথে আপনার কাজের ধরণ আপনার কাজের গতি উপর বৃত্তি করবে। আশা করছি, আপনার ক্লিনার ভিসা বেতন নিয়ে মনে কোন প্রশ্ন থাকবে না।
আরো পড়ুনঃ ফ্রান্স কাজের ভিসা | ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম ২০২৪
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন
কাজের ভিসা অস্ট্রেলিয়া ক্লিনার ভিসার আবেদন করার প্রেসিং নিয়ে অনেক ঝামেলা মনে হয়। কিভাবে অস্ট্রেলিয়া ভিসা আবেদন করবেন তা আজকে বিস্তারিত জানতে পারবেন। ভিসার আবেদনের জন্য আপনাকে কিছু ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা বাংলাদেশের অবস্থিত যে কোন এজেন্সির মাধ্যমেও অস্ট্রেলিয়ায় ক্লিনার আবেদন করতে পারবেন। তবে আপনি যে পদ্ধতিতে আবেদন করেন না কেন সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করতে পারলেই সবচেয়ে দ্রুত সময়ে অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা পাবেন।
অনলাইনের মাধ্যমে অস্ট্রেলিয়া ক্লিনার ভিসায় আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোন একটি ব্রাউজার থেকে এই http://www.probashi.gov.bd/ যেতে হবে। ওয়েব সাইটে যাওয়ার পর আপনি ভিসা আবেদন করার অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই অস্ট্রেলিয়া ক্লিনার বিসার জন্য আবেদন করা। এছাড়াও আপনার জন্য যদি অনলাইনে আবেদন করাটা কঠিন হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই এজেন্সিতে মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।
অস্ট্রেলিয়া ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র
অস্ট্রেলিয়া কাজের ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র প্রতিটি দেশে যাওয়ার জন্যই রিকোয়ারমেন্ট থাকে ঠিক তেমনি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে সেই দেশ। তাহলে আজকে আমরা দেখবো কিভাবে অস্ট্রেলিয়ার কাজের ভিসার জন্য যা যা প্রয়োজনীয় কাগজ লাগবে তা বিস্তারিত।
১। একটি বৈধ পাসপোর্ট
২। ভোটার আইডি কার্ড
৩। মেডিকেল রিপোর্ট ফিট
৪। পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন 6 মাস বা তার বেশি
৫। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
৬। করোনা টিকা কার্ড
IELTS একাডেমিক বা IELTS সাধারণ প্রশিক্ষণ এবং IELTS একাডেমিক সার্টিফিকেট প্রয়োজন। আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজের ওপর অভিজ্ঞতা এর প্রয়োজন পড়বে। যেহেতু আপনি অস্ট্রেলিয়া কাজের ভিসায় বা ক্লিনার ভিসায় যাবেন সেহেতু আপনাকে এর উপর অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ডকুমেন্ট রেডি করতে হবে। এইগুলা থাকলে আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন অস্ট্রেলিয়া কাজের ভিসা।
সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন
সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু 2024। অস্ট্রেলিয়া সরকার সাম্প্রতি ৬ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে । আপনি চাইলে সরকারি ভাবে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
ভিসার ক্রমিক নাম্বার | অস্ট্রেলিয়া সরকারি ভিসা |
---|---|
০১ | পাইপ ফিটার |
০২ | স্টোন মেসন |
০৩ | নার্স |
০৪ | সেফ |
০৫ | বয়লার মেকার |
০৬ | ওয়েল্ডার |
অস্ট্রেলিয়া কৃষি কাজের ভিসা ২০২৪
কৃষি কাজের ভিসা ২০২৪ সালে অস্ট্রেলিয়া যাচ্ছেন অনেক মানুষ। আপনি যদি কৃষি কাজের ভিসা অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক তাহলে নিচে দেওয়া লেখা বিস্তারিত পড়তে পারেন। অস্ট্রেলিয়া কৃষি ভিসা যাওয়ার আগে কৃষি ভিসা সম্পর্কে বিস্তারিত জানা থাকা ভালো। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কৃষি কাজ করার জন্য অনেক মানুষ যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়া কৃষি ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইলে করতে পারবেন। আপনি যদি মনে করেন অলাইনে আবেদন করা আপনার ঝামেলা মনে হচ্ছে তাহলে যেকোনো ভালো একটা এজেন্সি মাধ্যমে আবেদন করতে পারবেন।
ভিসার ক্রমিক নাম্বার | অস্ট্রেলিয়া কৃষি কাজের লিস্ট |
---|---|
০১ | আঙ্গুর বাগানে কাজ |
০২ | গবাদি পশু পালন |
০৩ | কমলার বাগানে কাজ |
০৪ | ক্লিনার |
০৫ | ফুলের বাগানে কাজ |
আশা করছি, আপনারা কাজের ভিসা বা ক্লিনার ভিসা অস্ট্রেলিয়া যাওয়া সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। ফাস্টবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।