আমেরিকা ভিসা চেক করার উপায় পাসপোর্ট নাম্বার ব্যবহার করে। আমেরিকা যেকোনো ভিসা আপনি খুব সহজে আমাদের দেওয়া ভিসার ধরণ, ক্যাপচা পূরণ করে সাবমিট করা উপায় পাসপোর্ট নাম্বার দিয়ে আমেরিকা ভিসা চেক সহ সকল ধরণের বিষয় বিস্তারিত জানতে পারবে।
আমেরিকান ভিসা ২০২৪
আমেরিকা স্থায়ী বসবাসের জন্য বা ভ্রমণ জন্য কত টাকা বেতন বা ভিসা খরচ কত জানার অনেকের ইচ্ছে। আমেরিকান ভিসা নিয়ে বিদেশ যাওয়া অনেকের স্বপ্ন। নিচে আমাদের দেওয়া আমেরিকা ভিসা বা আমেরিকান ভিসা সকল বিষয় সহজ এবং সুন্দর ভাবে দেওয়া হবে মনযোগ সহকারে একবার পড়লে আপনার মনে ভিসা নিয়ে থাকবে না কোন প্রশ্ন।
বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। ভ্রমণ, উচ্চশিক্ষা, ও অধিক আয়ের আশায় অনেকেই আমেরিকা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। কিন্তু ভিসার মূল্য বেশি হওয়ায় এবং ভিসা প্রসেসিং এ অধিক সময় লাগার কারণে তা কঠিন হয়ে যায়। বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক মানুষ আমেরিকায় যাত্রা করে। তবে ভুয়া এজেন্সি বা দালালের জাল বা ফেক ভিসার কারণে অনেকেই প্রতারিত হয়ে থাকে। এসব ভুয়াএজেন্সি বা দালালের জাল ভিসার প্রতারণা থেকে বাঁচার জন্য আমেরিকায় ভ্রমণের পূর্বে আমাদের অবশ্যই ভিসা চেক করে নিতে হবে।
ভিসা চেক করার সুবিধা
এখন ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ই নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন। এছাড়াও আপনার ভিসা বৈধ কিনা, এবং যে কাজের জন্য সেই দেশে যেতে চান সেই কাজটি ঠিক আছে কিনা। কোম্পানির নাম ইত্যাদি অনলাইনে যাচাই করতে পারবেন। ভিজিট করুন US State Department এর ওয়েবসাইট US Visa Status Check । ভিসার ধরণ (Immigrant/ Nonimmigrant) সিলেক্ট করুন; Visa Case Number লিখুন (যেমন MTL1999626025); Captcha Code দিয়ে Submit করুন।
ভিসার ধরণ ও Case Number দিন
Visa application type অপশনটিতে ক্লিক করে আপনার Visa Type সিলেক্ট করতে হবে। আপনি যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন তাহলে Immigrant visa লেখা অপশনটি সিলেক্ট করতে হবে আর আপনি যদি কোন কাজ, ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণের উদ্দেশ্যে ভিসা করে থাকেন তাহলে Non Immigrant Visa অপশনটি সিলেক্ট করুন। এরপর Visa case number আপনার ভিসা আবেদন নাম্বার দিতে হবে। ভিসা আবেদনের সময় প্রাপ্ত ইনভয়েস স্লিপ থেকে আপনার Immigrant visa case number বা Nonimmigrant visa case number সংগ্রহ করে ভিসা নাম্বার লিখতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।
ক্যাপচা পূরণ করে সাবমিট করুন
হিউম্যান ভেরিফিকেশন এর জন্য স্ক্রিনে একটি ক্যাপচা দেওয়া থাকবে এবং Enter the code as shown লেখা অপশনটি উক্ত ক্যাপচা দিয়ে পূরণ করতে হবে। Advertisement ক্যাপচা বুঝতে অসুবিধা হলে ডান পাশের ক্যাপচা পরিবর্তন এবং ক্যাপচা ভয়েজ অপশন ব্যবহার করে আপনি যথাক্রমে ক্যাপচা পরিবর্তন করতে পারবেন এবং শুনতে পারবেন। প্রদত্ত ক্যাপচা পূরণ করা হলে ডান পাশে নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনার সকল তথ্য সঠিক হলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিসার বৈধতা এবং ভিসার বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে। এভাবে আপনারা খুব সহজেই অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা ভিসা চেক করতে পারবেন।
আমেরিকা ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে আমেরিকা ভিসা চেক অনলাইনে চেক করার জন্য আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগলে সার্চ করুন America Visa check। এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করুন। ওয়েবসাইটে প্রবেশ করে Visa application Type, Immigrant visa case number , এবং ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই ভিসা তথ্য দেখতে পারবেন।
আমেরিকা ভিসা চেক করার নিয়ম
আমেরিকান ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://ceac.state.gov/CEACStatTracker/Status.aspx এই লিংকে। অথবা google এ গিয়ে সার্চ করুন America visa Check। তারপরে ভিসা চেক স্ট্যাটাস আপনার ভিসার টাইপ সিলেক্ট করুন এবং ইমিগ্রেশন ভিসা ক্যাশ নাম্বার এবং একটি কোড সাবমিট করে আপনার আমেরিকা ভিসা যাচাই করে নিন।
আমেরিকান ভিসার ক্যাটাগরি
বর্তমানে আমেরিকা যাওয়ার জন্য যে সকল ভিসা ক্যাটাগরি রয়েছে সেগুলো হলো ( Travel Visa, Student Visa, Work Permit Visa, Family Visa ) (1) :H-1B: বিশেষ ধরনের পেশা (বিজনেস ভিসা) (2) H-1B : চুক্তিবদ্ধ কর্মী বা শ্রমিক (ওয়ার্ক পারমিট ভিসা) (3) H-2A: সিজোনাল বা মৌসুমী কৃষক (কৃষি ভিসা) (4) H-2B: দক্ষ ও অদক্ষ কর্মী ( ওয়ার্ক পারমিট ভিসা) (5) H-3: শিক্ষার্থী বা শিক্ষানবিশ ( স্টুডেন্ট ভিসা) (6) H-4: পরিবার পরিজন ( ভিসিট ভিসা)(7) L-1: কোন সংস্থার অভ্যন্তরীণ বদলি বা ট্রান্সফার (কাজের ভিসা)(8) L-2: আত্মীয় স্বজন (ভিসিট ভিসা) বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার জন্য বর্তমানে উপরের ভিসা গুলো চালু রয়েছে। ( Travel Visa, Student Visa, Work Permit Visa, Family Visa )
আশা করছি, আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে আমেরিকা ভিসা চেক করার উপায় সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। ফাস্টবিডিইনফো এর সাথে থাকার জন্য ধন্যবাদ।