উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ২০২৪ পরীক্ষার রুটিন সকল বোর্ড জন্য প্রকাশিত হয়েছে। SSC Exam Routine আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ২৩ ফেব্রুয়ারি ২০২৪ সালে আপনাদের পরিক্ষা শুরু হচ্ছে। আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরিক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই পোস্ট সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবো। আশা রাখছি আপনাদের কাজে লাগবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার রুটিন
এসএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকে আমরা রুটিন শেয়ার করবো এবং আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেইজন্য পরিক্ষা প্রত্যেক বিষয় কত তারিখ হবে সেগুলো বিস্তারিত নিচে আপনাদের দেখাবো। এসএসসি পরিক্ষা ২০২৪ সালের যত শিক্ষার্থী আছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
পরিক্ষার জন্য আপনারা প্রস্তুতি ভালো ভাবে নিয়েছেন তো।শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই কখনো শিক্ষার বয়স নেই, ছোট থেকে বড় সবাই শিক্ষা গ্রহণ করলে আমাদের দেশের জন্য ভালো। নিজের দেশে শিক্ষার হার দিন দিন বেড়ে যাচ্ছে।
এসএসসি পরিক্ষার তারিখ ২০২৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরিক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ এবং শেষ হবে ২২ মার্চ ২০২৪। ফেব্রুয়ারি থেকে মার্চ এ পুরো ১মাস পরিক্ষা হবে। এসএসসি পরিক্ষা সকল বিভাগ এর জন্য একই তারিখ আলাদাভাবে কোনো বিভাগের জন্য আমাদের জানামতে প্রকাশ করা হয়নি।
এই তারিখ বা এসএসসি পরিক্ষা সকল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য। আর বেশী দেন SSC Exam শুরু হতে। তাই আপনারা এখন থেকে পরিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন।
আরো পড়ুনঃ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস । Valentine Day 2024
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষার রুটিন পিডিএফ ডাউনলোড
২০২৪ সালে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরীক্ষার দিবেন তাদের জন্য আজকে পিডিএফ আকারে ফাইল দিবো আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা আপনাদের জন্য সকল জেলা বা শিক্ষা বোর্ড এর পরিক্ষার রুটির শেয়ার করবো। যারা এসএসসি পরিক্ষা দিবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য আজকের এই রুটিন, আর যারা শুধু এসএসসি পরিক্ষা দিবেন বা দিচ্ছেন তাদের জন্য আমরা নতুন করে একটা পোস্ট করে আপনাদের মাঝে শেয়ার করবো।
এখান থেকে রুটিন নামানোর আগে আপনাদের জন্য বাংলাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিছু বিশেষ নির্দেশাবলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তবে এখন আপনারা ২০২৪ সালের বাংলাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি পরিক্ষা রুটিন ডাউনলোড করুন।
পরীক্ষার তারিখ | বিষয় ও সময় সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত | বিষয় কোড | বিষয় ও সময় দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত | বিষয় কোড |
---|---|---|---|---|
২৩ ফেব্রুয়ারি ২০২৪ | বাংলা ১ম পত্র | SSC 1651 | বাংলা ২য় পত্র | SSC 2651 |
২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ভূগোল ও পরিবেশ | SSC 1660/2660 | X | |
০১ মার্চ ২০২৪ | ইংরেজি ১ম পত্র | SSC 1652 | ইংরেজি ২য় পত্র | SSC 2652 |
০২ মার্চ ২০২৪ | ব্যবসায় উদ্যোগ | SSC 1663 | X | |
০২ মার্চ ২০২৪ | রসায়ন বিজ্ঞান | SSC 1668 | X | |
০৮ মার্চ ২০২৪ | গণিত | SSC 1653 | বিজ্ঞান | SSC 2673 |
০৯ মার্চ ২০২৪ | X | অর্থনীতি | SSC 2673 | |
০৯ মার্চ ২০২৪ | X | উচ্চতর গণিত | SSC 2680 | |
১৫ মার্চ ২০২৪ | ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা | SSC 1654 SSC 1655 SSC 1656 SSC 1657 | কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান | SSC 2686 SSC 2685 |
১৬ মার্চ ২০২৪ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | SSC 1370/2370 | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | SSC 2681 |
২২ মার্চ ২০২৪ | বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা হিসাববিজ্ঞান পদার্থবিজ্ঞান | SSC 1659 SSC 1664 SSC 1667 | ফিন্যান্স ও ব্যাংকিং জীববিজ্ঞান পৌরনীতি নাগরিকতা | SSC 1676 SSC 1679 SSC 1672 |
এসএসসি পরীক্ষার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশেষ নির্দেশাবলি:
- কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে, তার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রদান করা প্রয়োজন।
- শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনিবন্ধিত বিষয়ে অংশগ্রহণ করা হবে না।
- পরীক্ষার সময়সূচি প্রস্তুত করা হয়েছে এবং উল্লিখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
- উত্তরপত্রে প্রোগ্রাম কোড (১০), আইডি নম্বর এবং বিষয় কোড ইংরেজিতে লিখে বৃত্ত ভরাট করতে হবে।
- উত্তপত্র ভাঁজ করা হবে না।
- নন-প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজনে ব্যবহার করা যাবে।
- শিক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী, এবং ব্যবহারিক অংশে পাস করতে হবে।
- কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
- তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা স্ব স্ব পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
- ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৪-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ রয়েছে।
- দে-নোভো রেজিস্ট্রেশন করা ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২৪-এ অংশগ্রহণের প্রথম সুযোগ এবং ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ রয়েছে।
- কর্তৃপক্ষ এই সময়সূচির যে কোনো পরিবর্তন করতে পারে।
আশা করছি, আপনারা এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ ( উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ) সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার লেখা কবিতা প্রকাশ করতে চান তাহলে নিচে কমেন্টে আপনার কবিতা লিখতে পারেন। Fastbdinfo সাথে থাকার জন্য ধন্যবাদ।