জার্মানি কাজের ভিসা, ক্লিনার ও ওয়ার্ক পারমিট ভিসা জন্য কত টাকা বেতন বা ভিসা খরচ কত এবং আবেদন করার নিয়ম নিয়ে আজকের পুরো বিষয়। জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিদেশ যাওয়া অনেকের স্বপ্ন। নিচে আমাদের দেওয়া জার্মান কাজের ভিসা, ওয়ার্ক পারমিট ভিসাসহ ক্লিনার ভিসা সকল বিষয় সহজ এবং সুন্দর ভাবে দেওয়া হবে মনযোগ সহকারে একবার পড়লে আপনার মনে ভিসা নিয়ে থাকবে না কোন প্রশ্ন।
জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা
germany Work Permit Visa মাধ্যমে ২০২৪ সালে জনবল নিচ্ছে তাদের দেশে। জার্মানি ক্লিনার ভিসার বা ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে চাহিদা অনেক। তাদের দেশে সারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত। অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো পরিশ্রমের আপনি করতে পারবেন তবে, তার মধ্যে কিছু কাজ যেগুলো অনেক সহজ এবং বেতন অনেক বেশি পাবেন। আজকে এই স্বপ্নের দেশে যাওয়ার জন্য কত টাকা ভিসা খরচ কত টাকা লাগবে তা জানতে পারবেন। আমরা জার্মানি কাজের ভিসা, জার্মানি ভিজিট ভিসা ওয়ার্কার ভিসা সহ কয়েকটি বিষয় সম্পর্কে জানব। বাংলাদেশ থেকে অনেক মানুষ যাচ্ছেন Germany । কাজের জন্য অতিরিক্ত কোন শ্রম দেওয়ার প্রয়োজন হয় না। জার্মানের ওয়ার্ক পারমিটের ধরন গুলো হচ্ছে :
- উচ্চ দক্ষ শ্রমিক পারমিট
- জার্মানির জন্য ইইউ ব্লু কার্ড
- সাধারণ কাজের পারমিট
জার্মানিতে যেতে ভিসা খরচ বিস্তারিত
জার্মানি ভিসা আপনাকে যেতে হলে সর্বমোট ৮ থেকে ১২ লক্ষ টাকা খরচ বা দাম হবে। কিন্তু অনেকে জার্মানি ভিসা দিয়ে বিদেশ যাচ্ছে দালাল অথবা প্রতারক সঙ্গে চুক্তি করে জার্মানিতে ভিসার জন্য ২গুন দাম দিয়ে ১৫-২০ লক্ষ টাকা । কারণ এ সকল দালাল আপনাকে নানা রকম না ধরণের কাজের অজুহাত দেখিয়ে অনেক টাকা দাবি করবে। অনেকেই রয়েছে যারা আপনাদের জার্মানি কাজের কথা বলে শেষ পর্যন্ত ফাঁদে ফেলবে প্রতারণার। যদি দালালের সহযোগিতা নেন, তবে জার্মানি ভিসা আরও বেশি লাগতে পারে। তাই, সরকারীভাবে ভিসা আবেদন করে জার্মান যাওয়ার চেষ্টা করুন।
আপনাকে মনে রাখতে হবে এইসব দালাল চক্র হাত থেকে নিজেকে রক্ষা করা। জার্মানিতে ভিসার জন্য কিভাবে কি করবেন না বুঝতেন অসুবিধা হচ্ছে, ভিসা সংক্রান্ত যেকোন তথ্য জন্য আপনি এজেন্সি সাহায্য নিতে পারেন। তারা আপনাকে আপনার ভিসা প্রসেসিং করে দিবে আপনার ঝামেলা অনেকটা কমে যাবে। দালাল বা চক্র হাত থেকে আপনি সচেতন থাকবে আর তাদের সাথে কোন চুক্তিবদ্ধ হবেন না।
আরো পড়ুনঃ রোমানিয়া স্টুডেন্ট ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম ২০২৪
জার্মানি ভিসা পাওয়ার যোগ্যতা
বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যারা জার্মানি বহু বছর ধরে জীবন যাপন করে যাচ্ছে। জার্মান visa ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র প্রতিটি দেশে যাওয়ার জন্যই রিকোয়ারমেন্ট থাকে ঠিক তেমনি জার্মানি যাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে সেই দেশ। তাহলে আজকে আমরা দেখবো কিভাবে জার্মানি কাজের ভিসার জন্য যা যা প্রয়োজনীয় কাগজ লাগবে তা বিস্তারিত।
১। একটি বৈধ পাসপোর্ট
২। ভোটার আইডি কার্ড
৩। মেডিকেল রিপোর্ট ফিট
৪। পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন 6 মাস বা তার বেশি
৫। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
৬। করোনা টিকা কার্ড
IELTS একাডেমিক বা IELTS সাধারণ প্রশিক্ষণ এবং IELTS একাডেমিক সার্টিফিকেট প্রয়োজন। আপনি যে কাজের জন্য যাবেন সেই কাজের ওপর অভিজ্ঞতা এর প্রয়োজন পড়বে। যেহেতু আপনি জার্মানি ভিসায় বা কাজের ভিসায় যাবেন সেহেতু আপনাকে এর উপর অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ডকুমেন্ট রেডি করতে হবে। এইগুলা থাকলে আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন জার্মানি কাজের ভিসা।
যে যে ভিসা পাওয়া যায় জার্মানিতে
আপনারা জার্মানিতে যে যে ভিসা পাবেন তা নিয়ে এখন বিস্তারিত জানতে পারবেন। অনেকে আছে যারা জার্মানিতে ব্যবসা করার জন্য যেতে চায় কিন্তু তাদের মধ্যে অনেকেই জানেনা না যে জার্মানি কোন কোন ভিসা পাওয়া যায়। তাই সবার সুবিধার্থে জার্মানিতে কোন কোন ভিসা পাওয়া যায় সেগুলো ভিসা নাম নিচে দেওয়া হলো।
জার্মানি ভিসা ক্রমিক নং | ভিসার নাম |
---|---|
০১ | টুরিস্ট ভিসা |
০২ | কাজের ভিসা |
০৩ | চিকিৎসা ভিসা |
০৪ | স্টুডেন্ট ভিসা |
০৫ | ইঞ্জিনিয়ার ভিসা |
০৬ | ইলেকট্রিশিয়ান ভিসা |
0৭ | ড্রাইভিং ভিসা |
০৮ | হোটেল বা রেস্টুরেন্ট ভিসা |
০৯ | কৃষি ভিসা |
আরো পড়ুনঃ কানাডা ভিসা | ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম ২০২8
জার্মানি টুরিষ্ট ভিসা খরচ কত
জার্মানিতে ভিসা ভিসার ক্যাটাগরির উপর খরচ নির্ভর করবে। কারণ আপনি যদি একটি জার্মানি ভিসা করতে চান বর্তমান সময়ে অনেক বেশি টাকা খরচ হবে। আপনি যদি সঠিক কাগজপত্র দেখাতে পারেন এবং তাদের এম্বাসি পরিক্ষায় পাস করতে পারেন তাহলে আপনি ভিসা পাওয়ার যোগ্য হবেন। জার্মানিতে ভ্রমন ভিসা পেতে চান তাহলে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট দেখাতে হবে। তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে। নিচে আমরা আপনাদের ভিসা সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত তালিকা আকারে দিচ্ছি বুঝতে যাতে অসুবিধা না হয়।
ক্রমিক | বিবরণ ভিসা সংক্রান্ত |
---|---|
০১ | ব্যাংক স্টেটমেন্ট |
০২ | এম্বাসি ভিসার ইন্টারভিউ |
০৩ | ৩ টি আবেদন ফরম |
০৪ | ১৬০ ডলার থেকে ২৫০ ডলার ফি |
জার্মানিতে টুরিষ্ট ভিসা খরচ ১৬০ ডলার থেকে ২৫০ ডলার ফি এটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী হয়ে থাকে।
শিক্ষার্থী ভিসা বা স্টুডেন্ট ভিসা
স্টুডেন্ট ভিসা জার্মানিতে পড়াশোনা করার জন্য যেতে চাইলে আবেদন করতে পারবেন। অনেকে আছে দেশের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা অর্জনের জন্য কানাডায় যেতে চাচ্ছেন মূলত Student Visa তাদের জন্য। যদি স্টুডেন্ট ভিসা জার্মানি ভিসার আবেদন করার প্রেসিং নিয়ে অনেক ঝামেলা মনে হয়। কিভাবে কানাডা ভিসা আবেদন করবেন তা আজকে বিস্তারিত জানতে পারবেন। ভিসার আবেদনের জন্য আপনাকে কিছু ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা বাংলাদেশের অবস্থিত যে কোন এজেন্সির মাধ্যমেও স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারবেন। তবে আপনি যে পদ্ধতিতে আবেদন করেন না কেন সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করতে পারলেই সবচেয়ে দ্রুত সময়ে germany Student visa পাবেন।
জার্মানিতে ভিসা আবেদন
জার্মানিতে ভিসা আবেদন করার প্রেসিং নিয়ে অনেক ঝামেলা মনে হয়। কিভাবে জার্মানি ভিসা আবেদন করবেন তা আজকে বিস্তারিত জানতে পারবেন। ভিসার আবেদনের জন্য আপনাকে কিছু ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা বাংলাদেশের অবস্থিত যে কোন এজেন্সির মাধ্যমেও জার্মানি কাজের ভিসা আবেদন করতে পারবেন। তবে আপনি যে পদ্ধতিতে আবেদন করেন না কেন সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করতে পারলেই সবচেয়ে দ্রুত সময়ে Germany visa পাবেন।
অনলাইনের মাধ্যমে জার্মানি ভিসায় আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোন একটি ব্রাউজার থেকে এই (Embassy of the Federal Republic of Germany in Bangladesh) যেতে হবে। ওয়েব সাইটে যাওয়ার পর আপনি ভিসা আবেদন করার অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই জার্মানি ভিসা জন্য আবেদন করা। এছাড়াও আপনার জন্য যদি অনলাইনে আবেদন করাটা কঠিন হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই এজেন্সিতে মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।
জার্মানি কাজের ভিসার আবেদন
জার্মানি কাজের ভিসার আবেদন করতে কি কি লাগে তা নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন রয়েছে। অনেকে আছে বুঝতেছেন না যে কি কি প্রয়োজন পড়বে। আপনাকে আপনার আজকে নিচে বলে দিবে যা যা লাগবে জার্মানি কাজের ভিসা আবেদন করতে। নিচে জার্মানি কাজের ভিসার আবেদন সকল তথ্য চক আকারে নিচে তালিকা দেওইয়া হলো।
ক্রমিক নাম্বার | জার্মানি কাজের ভিসার তালিকা |
---|---|
০১ | মেডিকেল রিপোর্ট |
.০২ | চেবার সার্টিফেকেট |
০৩ | পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট |
০৪ | পাসপোর্ট সাইজের ১২ কপি ছবি |
০৫ | কোভিড ভ্যাকসিন সনদ |
০৬ | নাগরিত্ব সনদ |
০৭ | পাসপোর্ট |
০৮ | জাতীয় পরিচয় পত্র অথবা জন নিবন্ধন |
০৯ | কাজের আমন্ত্রন পত্র |
জার্মানি কাজের ভিসার আবেদন বিস্তারিত তথ্য জানতে জার্মানি এম্বাসী তে যোগাযোগ করুন । সকল ডকুমেন্ট নিয়ে নিয়ে আপনি জার্মানি এম্বাসিতে যোগাযোগ করলে তারা আপনাকে একটি ইন্টারভিও এর ডেট দিবে । এই তারিখে গিয়ে আপনি ভিভা দিয়ে চলে আসবেন ।
আরো পড়ুনঃ অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা | ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম ২০২8
বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত টাকা লাগে ২০২৪
বাংলাদেশ থেকে জার্মান যেতে কত টাকা লাগে তা নির্ভর করবে আপনি কোন ভিসায় জার্মানি যেতে চাচ্ছেন। তাদের দেশে যাওয়ার জন্য অনেক ধরণের ভিসা রয়েছে যা আমরা আপনাদের ইতিমধ্যে উপরে আলোচনা করেছি। আশা করছি আপনি তাদের দেশে যাওয়ার সকল আবেদন করার নিয়ম, কিভাবে আবেদন করবেন যা যা কাগজ লাগবে তা নিয়ে আমরা বিস্তারিত বলেছি তা নি আর বলার প্রয়োজন।
জার্মানি ভিসা করতে অনেক খরচ হয়ে যায়। জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে ১৭ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত খরচ পড়বে। যদি টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসার জন্য আবেদন করতে চান তাহলে ১৬ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত খরচ পড়বে।
চাকরির জন্য ভিসা পাওয়ার যোগ্যতা
চাকরির জন্য ভিসা পাওয়ার যোগ্যতা জার্মানিতে চাকরির জন্য ভিসা প্রাপ্ত করতে হলে কিছু প্রধান যোগ্যতা ও কাগজপত্র প্রয়োজন হতে পারে, জার্মানি কোম্পানিগুলি একজন বিদেশী কর্মী নিয়োগ করার জন্য যা যা দেখবে। তা বিস্তারিত বলবো কিন্তু আশা করি আপনারা জার্মানি ভিসার দাম কত ও আরো অন্যান্য ক্যাটাগরির জার্মানইতে ভিসার দাম কত সহ আরো কিছু তথ্য জানতে পেরেছেন। চাকরির জন্য বিস্তারিত প্রয়োজনীয় সকল তথ্য আলোচনা করা হবে।
যা যোগ্যতা প্রয়োজন |
---|
চাকরির অফার |
ভিসা ইন্টারভিউ |
কাগজপত্র |
ভিসা অ্যাপ্লিকেশন |
চাকরির বিশেষাংশ |
যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা |
জার্মানিতে কৃষি কাজের ভিসা ২০২৪
কৃষি কাজের ভিসা ২০২৪ সালে জার্মানি যাচ্ছেন অনেক মানুষ। আপনি যদি কৃষি কাজের ভিসা জার্মানিতে যেতে ইচ্ছুক তাহলে নিচে দেওয়া লেখা বিস্তারিত পড়তে পারেন। জার্মানিতে কৃষি ভিসা যাওয়ার আগে কৃষি ভিসা সম্পর্কে বিস্তারিত জানা থাকা ভালো। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কৃষি কাজ করার জন্য অনেক মানুষ যাচ্ছে জার্মান।
জার্মানিতে কৃষি ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইলে করতে পারবেন। আপনি যদি মনে করেন অলাইনে আবেদন করা আপনার ঝামেলা মনে হচ্ছে তাহলে যেকোনো ভালো একটা এজেন্সি মাধ্যমে আবেদন করতে পারবেন।
ভিসার ক্রমিক নাম্বার | জার্মানি কৃষি কাজের লিস্ট |
---|---|
০১ | আঙ্গুর বাগানে কাজ |
০২ | গবাদি পশু পালন |
০৩ | কমলার বাগানে কাজ |
০৪ | ক্লিনার |
০৫ | ফুলের বাগানে কাজ |
আশা করছি, আপনারা জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা খরচ, বেতন ও আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। Fastbdinfo সাথে থাকার জন্য ধন্যবাদ।