ট্রাফিক সাইন বা রোড সাইন কত প্রকার ও কি কি? ট্রাফিক সিগন্যাল বা সংকেত কি, অনেকের মনে অনেক প্রশ্ন। যখন কোন নির্দিষ্ট রুট বা রাস্তা দিয়ে ভিন্ন ভিন্ন যানবাহন চলাচল করবে। তখন তাকে বলা হবে, ট্রাফিক। ট্র্যাফিক সাইন আপনাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে এবং তথ্য সরবরাহ করে। রাস্তায় আপনি যেকোনো মটর-সাইকেল, প্রাইভেট কার, বাস, মাইক্রোবাস, ট্র্যাক ইত্যাদি যত-ধরনের যানবাহন রাস্তায় চালানোর জন্য ট্রাফিক সাইন বা রোড সাইন (চিহ্ন) সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আজকে ট্রাফিক সাইন বা রোড সাইন,
ট্রাফিক সাইন ও রোড সাইন চিহ্ন
ট্র্যাফিক সাইন আপনাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে এবং তথ্য সরবরাহ করে। সাধারণত ২প্রকার। যথাঃ দৃশ্যমান সাইন ও অদৃশ্যমান সাইন। দৃশ্যমান সাইন বলতে যা আমরা চোখে দেখতে পাই দৃশ্যমান সাইন বলে। যেমনঃ ট্রাফিক পুলিশের সরাসরি সংকেত, ট্রাফিক লাইট সাইন, মোটর যানের বিভিন্ন ইন্ডেকেটিং লাইটিং সিস্টেম প্রভৃতি। ☼ অদৃশ্যমান সাইন বলতে যা আমরা যা দেখতে পাইনা কিন্তু শুনতে পাই সেটাই অদৃশ্যমান সাইন বলে।
চিহ্ন দৃশ্যমান সাইন
দৃশ্যমান ট্রাফিক সাইনগুলি রাস্তার পথচলার নিরাপত্তা ও সুষ্ঠু চলাচল নিয়ন্ত্রণে অপরিসীম ভূমিকা পালন করে। দৃশ্যমান সাইন, রাস্তার ভাষা, যা যানবাহন ও পথচারীদের নিরাপদে চলাচলে সহায়তা করে। নিচে আমরা আপনাদের সাথে সুন্দরভাবে দৃশ্যমান সাইন অর্থসহ টেবিল আকারে দেওয়া হলোঃ
দৃশ্যমান সাইন | অর্থ |
---|---|
স্টপ | সম্পূর্ণভাবে থামুন |
স্পিড লিমিট | নির্দিষ্ট গতিসীমার মধ্যে যানবাহন চালান |
নো রাইট টার্ন | ডানদিকে ঘোরা নিষেধ |
নো লেফট টার্ন | বামদিকে ঘোরা নিষেধ |
স্কুল জোন | স্কুল এলাকায় সাবধানে যানবাহন চালান |
পেডেস্ট্রিয়ান ক্রসিং | পথচারীদের রাস্তা পারাপারের স্থান |
ওয়ান ওয়ে | একদিকে যানবাহন চলাচলের নির্দেশ |
নো পার্কিং | গাড়ি পার্কিং নিষেধ |
হর্ন বাজানো নিষেধ | হর্ন বাজানো নিষেধ |
সাবধান: ঝুঁকিপূর্ণ এলাকা | সাবধানে যানবাহন চালান |
আশা করছি, দৃশ্যমান সাইন সম্পর্কে বিস্তারিত বুঝাতে পেরছি। নিরাপদে চলাচলের জন্য আমাদের সকলের উচিত রাস্তার নিয়ম-কানুন মেনে চলা।
অদৃশ্যমান সাইন
অদৃশ্যমান ট্রাফিক সাইন বলতে যেগুলো দেখা যায়না কিন্তু অনুভব করা যায়। যে সাইনগুলো মূলত দেখা যায়না শব্দ সংকেত এর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা রাস্তায় যখন কোনো যানবাহন যেমনঃ মটরবাইক, মাইক্রোবাস, কার, নোয়া, প্রাইভেটকার প্রভৃতি নিয়ে চলাচল করতে হলে অদৃশ্যমান সাইন মেনে চলতে হয়। নিচে অদৃশ্যমান সাইন সম্পর্কে বিস্তারিত দিচ্ছি
মোটরযানের হরন হচ্ছে অদৃশ্য সাইন এর সংকেত। রাস্তায় যখন গাড়ি চলাচল করে তখন অদৃশ্য সাইন হর্ণ ব্যবহার করে। এর মাধ্যমে অনেক দূর্ঘটনা এড়ানো সম্ভব।
ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার
ট্রাফিক সিগন্যাল বা রাস্তার সংকেত হল রাস্তায় বিভিন্ন ধরনের সংকেত যা দিয়ে যানবাহন এবং পথচারীদের জন্য নির্দেশনা দেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল বা সংকেত ৩ প্রকার। যথা-
১) বাহুর সংকেত
২) আলোর সংকেত
৩) শব্দ সংকেত
(Traffic) ট্রাফিক সংকেতগুলো রাস্তায় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো দিয়ে চালকদেরকে সতর্ক করা হয়, কোন দিকে যেতে হবে বা কোথায় থামতে হবে সেটা জানানো হয়। এছাড়া পথচারী ও অন্যান্য যানবাহনের জন্যও এগুলো দিকনির্দেশনা সরবরাহ করে।
ট্রাফিক চিহ্নাবলী
ট্রাফিক চিহ্ন মূলত তিন প্রকার যথাঃ বাধ্যতামূলক, সর্তকতা মূলক এবং তথ্যমূলক। আজকে আমরা বাধ্যতামূলক চিহ্নাবলী, সর্তকতা মূলক চিহ্নাবলী এবং তথ্যমূলক চিহ্নাবলী নিয়ে সকল কিছু আপনাদের সাথে তুলে ধরবোঃ
সংকেত | নির্দেশনা |
---|---|
গোলাকৃতি চিহ্ন | বাধ্যতামূলক নির্দেশিকা |
ত্রিভুজাকৃতি চিহ্ন | সর্তকমূলক নির্দেশিকা |
চতুর্ভুজাকৃতি চিহ্ন | তথ্যমূলক তথ্য ভিত্তিক নির্দেশিকা |
বাধ্যতামূলক চিহ্নাবলী
না-বাচক বাধ্যতামূলক যতগুলো চিহ্নাবলী আছে সেগুলো হলোঃ
হা-বাচক বাধ্যতামূলক চিহ্নাবলী যতগুলো আছে সেগুলো হলোঃ
সর্তকতা মূলক চিহ্নাবলী
সর্তকতামূলক সকল চিহ্নাবলী আমরা আপনাদের জন্য বিস্তারিত নিচে দেখতে পারবেনঃ
তথ্যমূলক চিহ্নাবলী
তথ্যমূলক সকল চিহ্নাবলী আমরা আপনাদের জন্য বিস্তারিত নিচে দেখতে পারবেনঃ
আশা করছি, আপনারা ট্রাফিক সাইন, রোড সাইন চিহ্ন, ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। ফাস্টবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।