দুবাই ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার উপায় বা নিয়ম আজকে বিস্তারিত জানতে। যেভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করবেন। ভিসা আসল না নকল যাচাই করবেন। বিদেশ গমনের পূর্বে ভিসার সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা থেকে রক্ষা পেতে ভিসা চেক করা খুবই গুরুত্বপূর্ণ।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
যে কোন দেশে যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসা তথ্য যাচাই করা উচিত। এছাড়া ভিসা চেক করার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার ভিসার বর্তমান অবস্থা | যারা দুবাইয়ে যাবার কথা ভাবছেন তারা অবশ্যই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার আগে ভিসা চেক করে নিবেন। অনেক অসাধু লোক রয়েছে যারা ভুয়া ভিসা দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারনা থেকে রক্ষা পেতে বিদেশ ভ্রমন করার আগে অবশ্যই ভিসা চেক করে নিবেন। বিশ্বের সকল দেশের ভিসা অনলাইনে চেক করা যায়। তাছাড়া, ভিসা চেক করার মাধ্যমে আপনার ভিসার ধরন, কোম্পানি, কাজ, বেতন ইত্যাদি দেখে নিতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম জানার মাধ্যমে আপনার Dubai Visa সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। এই পোস্টে আপনাদের সাথে দুবাই ভিসা চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
দুবাই ভিসা চেক করার পদ্ধতি
দুবাই ভিসা চেক করার জন্য প্রথমে গুগলে গিয়ে ICP Smart Services লিখে সার্চ করুন।এরপরে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটিতে ভিজিট করুন।তারপরে মেনুবার থেকে Public Services মেনুতে প্রবেশ করুন।ভিসা চেক করতে File Validity লিংকে যান। পরবর্তী পেইজে আপনাকে একটি ফরম পূরণ করতে বলা হবে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এর মেয়াদ এর তারিখ উল্লেখ করতে হবে। অবশ্যই এটি বসানোর জন্য আপনাকে Search By ” Passport Information” এবং Select the Type থেকে “Visa” সিলেক্ট করে নিতে হবে। উপরের অপশন দুটি সিলেকশন করার পরে একই পেইজের নিচে আপনাকে আপনার Passport Number এবং পাসপোর্ট এর Expire Date উল্লেখ করতে হবে. অবশ্যই সবগুলো ইংরেজিতে লিখতে হবে।
এরপরে নিচে Nationality থেকে Bangladesh বাছাই করে নিবেন। উপরের অপশন গুলো ঠিক ভাবে দেওয়র পরে একটি ক্যাপচা পূরণ করে নিতে হবে। I am not a robot ভেরিফিকেশন করার পরে Search অপশনে ক্লিক করতে হবে। আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে পরবর্তী পেইজে দুবাই ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন যেমন, ভিসা নাম্বার, ভিসার মেয়াদ, এবং ভিসাটি চালু আছে কিনা ইত্যাদি।
দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা যাচাই করবেন কীভাবে
দুবাই ওয়ার্ক পারমিট ভিসা তথ্য যাচাই করার জন্য ICP Smart Services ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এর মেয়াদ ও দেশের নাম নির্বাচন করে ভিসা চেক করা যাবে।
অনলাইনে দুবাই ভিসা চেক করার পদ্ধতি
অনলাইনে ভিসা চেক করা হলো সবথেকে নিরাপদ। অনলাইনে কিভাবে দুবাইয়ের ভিসা চেক করবেন সে সম্পর্কে উপরে আমরা আলোচনা করেছি তবুও আপনাদের সুবিধার্থে পুনরায় একবার পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার পদ্ধতির উপস্থাপন করছি। ভিসা চেক করার সব থেকে সহজ উপায় হল পাসপোর্ট নাম্বার।
আপনার যদি পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট জানা থাকে তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনারা দুবাইয়ের ভিসা চেক করে নিতে পারবেন। https://smartservices.icp.gov.ae/ ভিসা চেক করার এই ওয়েবসাইটে প্রবেশ করে উপরে দেখানো পদ্ধতি ফলো করে খুব সহজেই আপনার দুবাইয়ের ভিসা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। ভিসার মেয়াদ কতদিন আছে এ সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিসা চেক করা প্রয়োজন।
দুবাই ভিসা বাংলায় অনুবাদ করবেন কী ভাবে
দুবাইয়ের ভিসা বাংলা বা ইংলিশ অনুবাদ করার জন্য আপনার ব্রাউজারে যেকোনো ট্রান্সলেট এক্সটেনশন ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে বিল্ট ইন ট্রান্সলেট অপশন ব্যবহার করতে পারবেন। আর অনেক উপায় রয়েছে তা আপনার সাথে আমরা বিস্তারিত বলবো।
- প্রথমে আপনি যেকোনো ব্রাউজার ওপেন করবেন। যেমনঃ গুগল ক্রম, ফায়ার ফক্স।
- তারপর গুগল ট্রান্সলেট আরবি টু বাংলা লিখে সার্চ করবেন।
- সেখানে আপনার আরবি ভাষা লিখে দিবেন তাহলে বাংলা অনুবাদ হবে।
আশা করছি, আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা কী ভাবে চেক করবেন এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। ফাস্টবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।