ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (বাংলাদেশ দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস এর কর্মীরা অগ্নিনির্বাপণ অগ্নি প্রতিরোধ উদ্ধার আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান মুমূর্ষু ব্যক্তিদের হাসপাতালে প্রেরণ ও দেশি-বিদেশি ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান করে থাকে তাছাড়া বিশেষ বিশেষ উদ্ধার তৎপরতা পরিচালনা করে। দেশের সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা উদ্ধারকাজ সক্রিয় থাকে।
বাংলাদেশের সব চাকুরীর থেকে অত্যান্ত ঝুঁকি কর চাকরি মধ্যে ফায়ার ফাইটার একটি। ফায়ার ফাইটার আগুনের অনেক কাছে গিয়ে কাজ করতে হয় যার ফলে ঝুঁকি অনেক বেশি । বাংলাদেশের যেকোনো দুর্যোগে ফায়ার ফাইটার সবার আগে।ফায়ার সার্ভিস প্রতিটা সদস্যের চাকরি অত্যন্ত চ্যালেঞ্জিং প্রত্যেক সদস্যের সাথে সমন্বয় রেখে কাজ করতে হয় প্রতিটা ফায়ার ফাইটার দের।
ফায়ার ফাইটাদের নিয়োগ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য
ক) সরকারী মাধ্যমিক বোর্ড হইতে জিপিএ’তে পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের স্কুল থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ) শারীরিক যোগ্যতা:- (১) উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে। (২) বুক: ৩২ ইঞ্চি (ন্যূনতম) হতে হবে। গ) ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে। ঘ) অবশ্যই অবিবাহিত হতে হবে।
আরো পড়ুনঃ পুলিশের সুযোগ-সুবিধা, বেতন এবং যোগদানের কাগজপত্র ২০২৪
ফায়ার ফাইটাদের বেতন ও বাসা ভাড়া
ক্রমিক নং | বিবরণ | টাকা |
---|---|---|
০১ | মূলবেতন | ৯০০০ টাকা |
০২ | চিকিৎসা ভাতা | ১৫০০ টাকা |
০৩ | ঝুঁকি ভাতা | ১৫০০ টাকা |
০৪ | ধোলাই ভাতা | ৩০০ টাকা |
০৫ | চুলকাটা | ৩০০ টাকা |
০৬ | টিফিন ভাতা | ২০০ টাকা |
বাসা ভাড়া : অবিবাহিত হলে মূল বেতনের ২০% পাবে, বিবাহিত হলে মূল বেতনের ৪০% এবং স্বপরিবারে কর্মস্থলে থাকলে স্থানভেদে মূলবেতনের ৪৫-৬৫% পর্যন্ত হারে এলাকা ভিত্তিক বাসাভাড়া পেয়ে থাকেন।
একজন ফায়ার ফাইটার ট্রেনিং সময় প্রতিমাস- ৯০০০ টাকা পেয়ে থাকে। একজন ফায়ার ফাইটার ট্রেনিং শেষে চাকুরীতে যোগদানের পর সাধারণত ১৪,৫০০/— টাকার মত সেলারি পেয়ে থাকেন।
ফায়ার সার্ভিস পদোন্নতি পদসমূহ ও জিপিএফ কর্তন
ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটারদের পদোন্নতি পদসমূহ:
- ফায়ারম্যান
- লিডার
- স্টেশন অফিসার
- উপঃ সহঃ পরিচালক
একজন ফায়ার ফাইটার সদস্য তার মূল বেতন থেকে ২৫% শতাংশ পর্যন্ত জিপিএফ কর্তন করতে পারে, যদি না চাই তাহলে বাধ্যতামূলক ৫% শতাংশ কাটা হতে পারে চকরী স্থায়ী হওয়ার পর।
আরো পড়ুনঃ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বেতন সুযোগ সুবিধা
ফায়ার সার্ভিস শিক্ষা ভাতা ও রেশন সুবিধা
শিক্ষা ভাতা– কোন ফায়ার ফাইটার যদি একটি সন্তান স্কুলে পড়ে তাহলে শিক্ষা ভাতা হিসেবে ৫০০ টাকা প্রদান করে থাকে আর যদি দুইজন সন্তান স্কুলে পড়ে থাকে তাহলে আর ৫০০ টাকা প্রদান করা হয়ে। তাহলে মোট- ১০০০ টাকা প্রদান করা হবে।
রেশন সুবিধা:– প্রত্যেক ফায়ার ফাইটার সরকারী ভাবে রেশন সুবিধা পেয়ে থাকে , বিয়ের পরে ২ সদস্যের রেশন পেয়ে থাকে, ২ সদস্য সন্তান হওয়া প্রর্যন্ত রেশন সুবিধা প্রদান করা হয়।
আরো পড়ুনঃ বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার যোগ্যতা, বাছাই প্রক্রিয়া ২০২৪
আশা করছি, আপনারা ফায়ার ফাইটারদের বেতন ও সুযোগ সুবিধা পদোন্নতি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার লেখা কবিতা প্রকাশ করতে চান তাহলে নিচে কমেন্টে আপনার কবিতা লিখতে পারেন। Fastbdinfo সাথে থাকার জন্য ধন্যবাদ।