শর্টহ্যান্ড হলো দ্রুত নোট নেবার কৌশল। শর্টহ্যান্ড বা সাঁটলিপি ব্যবহার করে ৫ মিনিট এর কাজ ১ মিনিট এ করতে পারবেন। সাঁটলিপি মাধ্যমে যেমন সময় কম লাগবে তার সাথে আপনার কাজের গতি বাড়বে। কোন কোন কাজে লাগে? কোথায় কাজে লাগে? কোথায় শিখব? কিভাবে শিখব? কেন শিখব? শর্টহ্যান্ডের সাথে কম্পিউটারের সম্পর্ক কী? শর্টহ্যান্ড থেকে অনুবাদ এটা কি? সকল বিষয় বিস্তারিত আলোচনা করবো।
শর্টহ্যান্ড বা সাঁটলিপি কি?
সাঁটলিপি যার ইংরেজি Shorthand এর আভিধানিক অর্থ হলো সংকেত লিপি বা সাঁটলিপি। এটির মাধ্যমে এক ধরনের সংকেত ব্যবহার করে দ্রুত লেখার কাজ সম্পন্ন করা যায়। সংকেতের সাহায্যে পত্র, শব্দ ইত্যাদি দ্রুত লেখার কৌশলকে শর্টহ্যান্ড বা সাঁটলিপি বলে। শর্টহ্যান্ডকে আধুনিক পৃথিবীতে প্রচলিত ভাষার সংক্ষিপ্ত রূপ বলা হয়। এর মূল ভিত্তি হলো ভাষা। শর্টহ্যান্ড হলো এমন একটি কলাকৌশল যার মাধ্যমে কোনো কিছু শ্রবণ বা বলার সাথে সাথে দ্রুততার সাথে লেখা যায়।
আরো পড়ুনঃ সেনাবাহিনীর এমওডিসি MODC | কাজ কি | বেতন, আবেদনের যোগ্যতা
কেন শিখব শর্টহ্যান্ড বা সাঁটলিপি?
দেশের প্রায় সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, স্টেনো-টাইপিষ্ট, স্টোনোগ্রাফার (পি.এ), অফিস সহকারী কাম-মুদ্রারিক পদে প্রার্থী নিয়োগ করে থাকে। যাদের বেতন ১৩ অথবা ১৪তম গ্রেড়ে হয়। আর এই পদের জন্য শুধুমাত্র এইসএসসি পাশ করে সাঁটলিপি এবং কম্পিউটার টাইপিং শিখলেই আবেদন করে, চাকরির শুরুতেই বেতন-ভাতাসহ ১৮ হাজার টাকা বেতনে চাকরি করতে পারেন। তাই এইসব চাকরির জন্য আপনার সাঁটলিপি শিখে রাখতে হবে।
শর্টহ্যাট | অর্থ |
---|---|
অভি। | অভিযোগ |
অব। | অবশ্য |
অন্য। | অন্যান্য |
আন্তঃ | আন্তর্জাতিক |
আম। | আমরা |
ইং। | ইংরেজি |
ইত্যা। | ইত্যাদি |
ইসলাম। | ইসলামী |
উপরো। | উপরোক্ত |
এএসসি। | এসোসিয়েট সুপ্রিম কোর্ট |
এসএসসি। | সিনিয়র সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট |
কি.মি। | কিলোমিটার |
কেন্দ্রী। | কেন্দ্রীয় |
গভ। | গভর্নমেন্ট |
গ্রাম। | গ্রামীণ |
ঘন। | ঘনমিটার |
চলচ্চি। | চলচ্চিত্র |
জাতী। | জাতীয় |
ঝালা। | ঝালাই |
ডা। | ডাক্তার |
ঢা। | ঢাকা |
তথ্য। | তথ্যপ্রযুক্তি |
দ্রষ্ট। | দ্রষ্টব্য |
নাগ। | নাগরিক |
পৌর। | পৌরসভা |
ব্যাবস্থা। | ব্যাবস্থাপনা |
ভারপ্রা। | ভারপ্রাপ্ত |
মন্ত্রী। | মন্ত্রীসভা |
মহাত্মা। | মহাত্মা গান্ধী |
শি। | শিক্ষা |
সং। | সংখ্যা |
সম্প। | সম্পাদক |
সহকা। | সহকারী |
যথাযথ। | যথাযথভাবে |
আরো পড়ুনঃ বিমান বাহিনীর এমওডিসি MODC | কাজ কি | বেতন, আবেদনের যোগ্যতা
আপনাদের বুঝতে সুবিধার জন্য আমরা উপরে কিছু সাঁটলিপির বা শর্টহ্যান্ড উদাহরণ দিয়েছি। আপনি এইগুলো ভালোভাবে শিখতে হলে বাজারে কিছু বই পাবেন তা কিনে প্রচুর পরিমাণে পড়তে হবে। যত পড়বেন তত শিখতে পারবেন।