বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি MODC কি এবং এর কাজ কি ? বেতন, আবেদনের যোগ্যতা ইত্যাদি সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত বলবো। যারা বাংলাদেশ সেনা বাহিনীর এমওডিসি পদে যোগদান করতে ইচ্ছুক তাদের সকলকে স্বাগত জানাচ্ছি । এই পোস্টিতে খুবই গুরুত্বপূর্ন টিপস এবং ট্রিকস দেয়া হয়েছে , তাই সম্পুর্ন পোস্টটি ভালো করে পড়ে নিন।
আজকে আমরা সেনাবাহিনীবাহিনীর এমওডিসি সর্ম্পকে জানবোঃ
- সেনাবাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি ?
- এমওডিসি বেতন ভাতা সুযোগ-সুবিধা
- এমওডিসি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
- এমওডিসি শারীরিক যোগ্যতা
- এমওডিসি পরিক্ষার ধরন
তো চলুন জেনে নেয়া যাকঃ
আরো পড়ুনঃ বিমান বাহিনীর এমওডিসি MODC | কাজ কি | বেতন, আবেদনের যোগ্যতা
সেনাবাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি ও সুযোগ-সুবিধা
MODC এর ফুল মিনিং হলঃ মিনিষ্ট্রি অফ ডিফেন্স কন্সটেবলারি। সেনাবাহিনী এমওডিসি দের কাজ হলো ক্যান্টনমেন্ট গার্ড দেয়া । এমওডিসি মূলত ঘাঁটির বিভিন্ন গেট সমূহে ডিউটি করার জন্য নিয়োগ করা হয়। এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে।তবে,এমওডিসি হিসেবে একজন সৈনিকের মত অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে । রেশন ভাতা থেকে শুরু করে সকল প্রকার সুবিধা পেয়ে থাকেন । সামরিক হাসপাতালে চিকিৎসা, বিনামূল্যে পোষাক পরিচ্ছদ, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চ শিক্ষার ব্যবস্থাও রয়েছে । তাই যাদের এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। কারণ সিকুরিটি গার্ড হিসাবে ডিউটি করলেও, আপনারা পাচ্ছেন সাধারণ সৈনিকদের মতই সুযোগ সুবিধা, শুধু মাত্র মিশন ছাড়া।
সেনাবাহিনী MODC আবেদনের শিক্ষাগত যোগ্যতাঃ
সেনাবাহিনীর এমওডিসি পদে আবেদন করতে কমপক্ষে এসএসসি/ সমমান পাশ করতে হবে। অর্থাৎ সাধারণ শিক্ষাবোর্ডের পাশাপাশি যারা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করেছেন তারাও এই পদটিতে আবেদন করতে পারবেন । বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে কিন্তু এসএসসি-তে অবশ্যই সবার জন্যই জিপিএ থাকতে হবে নূন্যতম ২.০০
শারীরিক যোগ্যতা–
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বয়স ১৭ থেকে ২৫ বছর মধ্যে হতে হয় ।
- উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি নূন্যতম
- বুকের মাপ: ৩০ ইঞ্চি সাধারণ এবং প্রসারণ ৩২ ইঞ্চি
- চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন
- ওজন: উচ্চতা এবং বয়স অনুযায়ী সামযশ্যপূর্ন
বি:দ্র: পুরুষ নাগরিক হতে হবে। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিতও হতে হবে।
সেনাবাহিনীতে MODC পদে প্রার্থী নিয়োগ দিতে ৩ টি ধাপে নির্বাচন সম্পন্ন করা হয় ।
১ম ধাপ . শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা
২য় ধাপ . চুড়ান্ত ডাক্তারি পরীক্ষা বা ফাইনাল মেডিকেল টেষ্ট
৩য় ধাপ. মৌখিক পরীক্ষা
৩টি ধাপ সঠিক ভাবে শেষ করলে আপনাকে তারা প্রথমিক ভাবে, প্রশিক্ষনের জন্য নিয়োগ দিবে। ২৪ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ সঠিক ভাবে সম্পন্ন করতে পারলে, আপনাকে তারা ফাইনালি নিয়োগ প্রদান করবে।
আরো পড়ুনঃ নৌবাহিনীর এমওডিসি MODC | কাজ কি | বেতন, আবেদনের যোগ্যতা
সেনাবাহিনীর এমওডিসি পদে নিয়োগ ও বেতন
সেনাবাহিনীর এমওডিসি পদে বছরে কয়েকবার নিয়োগ দেয়। আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটঃ JOIN BANGLADESH ARMY চোখ রাখতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি প্রশিক্ষণ চলাকালীন সময় তাদের বেতন দেয়া হবে ৯০০০ টাকা থেকে ৯৫০০ টাকা এবং স্থায়ীভাবে নিযুক্ত করার পরে ৯৫০০ টাকা থেকে ২১,৫০০০ টাকা।
ভর্তির সময় সঙ্গে যা সাথে আনতে হবে:
- অনলাইনে আবেদনের প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও মার্কসিট । ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে।
- সংশ্লিষ্ট চেয়াম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখিত প্রশংসাপত্র।
- অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৮ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি।
- কোন কোঠায় আবেদন করলে, কোঠা প্রমাণ করার জন্য যেসব কাগজপত্র আছে সব সাথে আনতে হবে।
- লিখিত পরিক্ষা দেওয়ার জন্য কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি যা লাগে।
একটি কথা না বললেই নয়, তা হলঃ , অনেক সময় দেখা যায় সার্কুলারের কিছু পরিবর্তন আসে। তাই আবেদন করার আগে অবশ্যই সার্কুলাটই একবার ভালো করে পড়ে নিবেন।
এই ছিল সেনাবাহিনীর এমওডিসি সর্ম্পকিত তথ্য। আশা করি MODC সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। যাদের এই পদে আবেদন করা যোগ্যতা আছে। যারা এই পদে আবেদন করতে চান, তারা আবেদন করে দেশ সেবায় যোগদিন। দেশের মানুষদের সেবা করার মতো মহৎ কাজে অংশ নিন। আজ এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।