ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস ১৪ ফেব্রুয়ারি বিশ্ব Valentine Day বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশে সকলের মাঝে নিয়ে আসে ভালোবাসা। সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা হারায়। ভালবাসি সবাই বলতে পারে কয়জন আছে সেই ভালোবাসা বা নিজের প্রিয় মানুষকে মন থেকে চায়। আমরা সবসময় সেই সকল প্রেমিক এ সম্মান করি যারা নিজের ভালোবাসার মানুষকে আগলে রেখেছে। আজকে আপনাদের সাথে আমরা বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ভালোবাসা কি
ভালোবাসাতে কার না ভালো-লাগে আর এই ভালোলাগা থেকে সৃষ্টি হয় ভালোবাসা। ভালোলাগা আর ভালোবাসা আলাদা জিনিস। সবাই কে দেখতে ভালোলাগে কিন্তু ভালোবাসার মানুষতো একজন থাকে যাকে মন উজাড় করে ভালবাসতে ইচ্ছে করে, যত দেখবেন মন তো আর ভরে না। আর এর ভালোবাসা থেকে ভালোবাসা দিবস আমরা সবাই পালন করি। তবে এই ভালোবাসা জন্য কত মানুষ নিজের জীবন বিশর্জন দিয়েছে। যদি ভালোবাসার মানুষ চায় চাঁদ তবে মনে হয় তাঁর জন্য নিয়ে আসি কিন্তু তা সম্ভব নয়। মন থেকে সবাই ভালোবাসতে পারেনা। অনেকে আছে ভালোবাসার নাটক করে।
ভালোবাসা বলতে কোনো নিদিষ্ট একজন মানুষ প্রতি তীব্র আকর্ষণ, মায়া , আবেগ সকল কিছু কাজ করে। মনে হয় সেই মানুষ ছাড়া বেঁচে থাকা অসম্ভব। থাকে ভালোবাসা বলে।
ভালোবাসা আমাদের সবাই মধ্যে রয়েছে, তবে সঠিক মানুষ খুঁজে পাওয়া একটু কষ্ট। যদি একবার মনের মতো কাউকে খুঁজে পান তাহলে কখনো থাকে ছেঁড়ে দিবেন না। ভালো মনের মতো প্রিয় মানুষ সবার জীবনে আসেনা। একবার যদি থাকে হাড়িয়ে ফেলেন তাহলে খুঁজে পাবেন না। ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিবো আঁখিতে আঁখিতে।
কাউকে কেন আমরা মন থেকে ভালোবাসি
নিজের অজানতেই নিদিষ্ট কারো প্রতি মায়া আবেগ কাজ করাই ভালোবাসা। যখন আমরা কারো সাথে নিজের সবটুকু সময় ব্যয় করে কথা বলি, নিজের মূল্যবান সময় যখন আপনি অন্যকাউকে দিবেন আস্তে তখন তাঁর প্রতি আপনার ভালোলাগা কাজ করবে তাঁর পর আস্তে আস্তে সেটা ভালোবাসায় পরিবর্তন হবে। এইভাবে কাউকে আমরা মন থেক ভালোবাসি। কিন্তু সবার যে এইভাবে ভালোবাসার শুরু হয়েছে এমনটা মুটে নয়। প্রত্যেক মানুষের ভালোবাসার শুরু ভিন্নভাবে হতেও পারে। মন থেকে যারা কাউকে ভালোবেসে খুব কম মানুষ রয়েছে যারা তাদের প্রিয় মানুষকে আপন করতে পেড়েছে। কাউকে মন থেকে ভালোবাসা আগে সেই মানুষটা কেমন আপনার জন্য পারফেক্ট কিনা সেইটা খুঁজ নিয়ে ভালোবাসবেন। সবাই ভালোবাসার যোগ্য নয়।
ভালোবাসা দিবসের ইতিহাস
ভালোবাসা দিবস প্রথম আমাদের দেশ থেকে শুরু হয়নি, আমরা ছোট থেকে দেখে আসছি ১৪ ফেব্রুয়ারি দিবস পালন করা হচ্ছে তাঁর পিছনে রয়েছে অনেক ইতিহাস। আমরা আপনাদের ছোট করে বলে বোঝানোর চেষ্টা করবো। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকলেও দিনটি ছুটির দিন নয় বাংলাদেশ সহ অধিকাংশ দেশেই।
ইতালির রোম নগরীতে ২৬৯ সালে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন তার নাম ছিলো সেন্ট ভ্যালেন্টাইন। খ্রিস্টান ধর্ম তখন রোমান সাম্রাজ্যে প্রচার করা নিষিদ্ধ করা হয়েছে। অনেকের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য সেই দেশে রাজা থাকে বন্ধি করেন। কেননা খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ করা ছিলো রোমান সাম্রাজ্যেতে। সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে বন্ধি থাকা অবস্থায় চিকিৎসার মাধ্যমে দৃষ্টিহীন মেয়ের সুস্থ করে তুলেন। তারপর তার সেই অন্ধ মেয়েকেও ইনি অবৈধ সম্পর্ক ছাড়া ছেড়ে দেননি। তখন সেন্ট ভ্যালেন্টাইনের আস্তে আস্তে জনপ্রিয়তা বেঁড়ে যাচ্ছিলো আর এই জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। আর সেই তারিখতা বা দিনটা ছিলো ১৪ ফেব্রুয়ারি। তারপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন‘ দিবস ঘোষণা করেন। আর এর পর থেকে ভালোবাসা দিবস উদযাপিত হয়।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলতে কোনো দিবস নেই। এই দিনে আমাদের দেশে কোনো সরকারি ছুটি নেই, আমরা আপনাদের উপরে ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন সকল ইতিহাস সম্পর্কে বিস্তারিত বলেছি। আশা করছি, আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই এই দিবস নিয়ে। ভালোবাসতে ১৪ ফেব্রুয়ারি লাগেনা। প্রিয় মানুষ প্রতিদিনই ভালোবাসা যায় যদি নিজের আপন মানুষ সঠিক আর ভালোবাসা বোঝে।
আর এই ভালোবাসা পুরো পৃথিবীতে রয়েছে, মানুষের প্রতি যেমন সবার ভালোবাসা, মায়া আবেগ কাজ করে ঠিক তেমনই আমাদের জন্মভূমি বা মাতৃভূমি প্রতি ভালোবাসা আছে। ১৪ তারিখ ভালোবাসার মানুষের সাথে করে পার্ক বা হোটেলের যাওয়া থেকে বিরর্ত থাকেন। এই দিনটা আমাদের দেশের অনেক মা- বোন মনে করে এইটা একটা দিবস। আমাদের জন্মভূমি বা মাতৃভূমি কয়েকটি দিবস রয়েছে যেমনঃ
- শহীদ দিবস/আন্তর্জাতকি মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী
- জাতীয় শিশু দিবস
- ২৬ মার্চ স্বাধীনতা দিবস
- ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস
- ১৬ ডিসেম্বর বিজয় দিবস
আরো অনেক দিবস রয়েছে আমাদের জাতীয় দিবস। আমরা সবসময় আমাদের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। দেশের প্রতি ভালোবাসা আর এই আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের এই ত্যাগ এর মাধ্যমে আমরা এই সুন্দর মাতৃভূমি পেয়েছে।
গিফট বা উপহার ছাড়া প্রিয় মানুষকে খুশি করার উপায়
ভালোবাসার মানুষকে ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক উপায় আছে, যদি আপনি আপনার প্রিয় মানুষকে গিফট, চকলেট, ফুল না দিয়ে খুশি করতে চান তাহলে আমরা আপনাদের আরেকটি উপায়ে বলে দিবো কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে খুশি করতে পারবেন। আমাদের লেখা সুন্দর প্রেমের সকল কবির কবিতা দেখে পাঠিয়ে দিন আপনার প্রিয় মানুষকে। আর গিফট বা উপহার ছাড়া খুশি করে ফেলেন।
তাছাড়া আপনি যদি আপনার প্রিয় মানুষ বা বেস্ট ফ্রেন্ডকে কিভাবে রাগ ভাঙ্গাবেন বা রাগাবেন তার উপায় নিয়ে আপনাদের জন্য আমরা নিয়ে লিখেছি সহজে মেয়েদের রাগানোর ও রাগ ভাঙ্গানোর উপায় ফেসবুক স্ট্যাটাস।
আশা করছি, আপনারা ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস । Valentine Day 2024 সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার লেখা কবিতা প্রকাশ করতে চান তাহলে নিচে কমেন্টে আপনার কবিতা লিখতে পারেন। Fastbdinfo সাথে থাকার জন্য ধন্যবাদ।