বাংলাদেশ বিমান বাহিনী চাকরি,বেতন,পদবি,পরিক্ষা, ফ্লাইং অফিসার,এয়ারম্যান,শারীরিক যোগ্যতা,প্রয়োজনীয় কাগজপত্র,প্রয়োজনীয় খরচ সম্পর্কে জানবো। সামরিক বাহিনীতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন আছে অনেকেরই। আমাদের দেশে প্রতিনিয়ত নিয়োগ হয়ে থাকে সামরিক বাহিনীতে। বাংলাদেশ বিমান বাহিনী সামরিক বাহিনীর একটি অংশ বিশেষ । ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই দৃপ্ত শপথে বলীয়ান বিমান বাহিনী স্বাধীনতা যুদ্ধে আসামের দিমাপুরে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয়। নিসন্দেহে ক্যারিয়ারে গঠনের অনেকেরই স্বপ্ন রয়েছে আর একটি জায়গা হল বাংলাদেশ বিমান বাহিনী। কিন্তু সবার হয় না এই স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর। এর জন্য প্রয়োজন মেধা আর অনেক পরিশ্রমের। বিমান বাহিনীতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা যাদের রয়েছে, তাদের ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী চাহিদানুযায়ী প্রতিনিয়ত নিয়োগ প্রদান করে থাকে। বিমান বাহিনীর চাকরি করা আমাদের দেশের তরুণ-যুবকদের অনেক বিশাল স্বপ্ন।অনেকের জীবনের লক্ষ্য বিমান বাহিনীর কর্মকর্তা বা সৈনিক হিসাবে চাকরি করা।
তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর নেতৃত্ব ও প্রতিযোগিতা গ্রহন এর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে ক্রিয়াশীল হওয়ার ইচ্ছা পূরণ।
বাংলাদেশ বিমান বাহিনী উপাধি/পদবি কি তা সম্পর্কে জেনে নিন
বিমান বাহিনীর পদবিগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যেমন,
- অফিসার পদবি
- বিমানসেনা পদবি
নিচে পদবি সম্পর্কে একটু ভালভাবে বোঝার চেষ্টা করবো
অফিসারদের পদবিগুলো-
- air চিফ মার্শাল
- এয়ার মার্শাল
- air ভাইস মার্শাল
- এয়ার কমোডোর
- গ্রুপ ক্যাপ্টেন
- উইং কমান্ডার
- স্কোয়াড্রন লীডার
- ফ্লাইট লেফটেন্যান্ট
- ফ্লাইং অফিসার
বিমানসেনাদের পদবিগুলো
- মাস্টার ওয়ারেন্ট অফিসার
- সিনিয়র ওয়ারেন্ট অফিসার
- মাস্টার ওয়ারেন্ট অফিসার
- সিনিয়র ওয়ারেন্ট অফিসার
- ওয়ারেন্ট অফিসার
- সার্জেন্ট
- কর্পোর্যাল
- এলএসি (লীডিং এয়ারক্র্যাফটম্যান)
- এসি-১ (এয়ারক্র্যাফটম্যান-১)
- এসি-২ (এয়ারক্র্যাফটম্যান-২)
যে প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়:
বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করার জন্য আবেদনপত্র এখন অনলাইনেই এর মাধ্যমে আবেদন করা হয়। আপনার দেওয়া সকল তথ্য সঠিক ও নির্ভুল হতে হবে অন্যথায় আবেদন গ্রহন করা হবে না। আবেদনপত্র যাচাই-বাছাই করে উপযুক্ত হলে প্রার্থীকে জানানো হয়। এরপর নির্দিষ্ট একটি পরীক্ষা কেন্দ্রে লিখিত পরিক্ষার, মৌখিক পরিক্ষার এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়মানুযায়ী যোগদান কার্যকলাপ সম্পর্কে অবহিত করা হয়।
আরো পড়ুনঃ অনলাইনে জন্মনিবন্ধন আবেদন করার নিয়ম | ফরম ডাউনলোড পিডিএফ ২০২৪
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরিক্ষা গ্রেড যা যা প্রয়োজন
জিডি(পি) : বিজ্ঞান শাখা থেকে উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ থাকতে হবে এবং পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ থাকতে হবে।
জিডি(এন) : উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৪.৫০ এবং পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ থাকতে হবে।
ইঞ্জিনিয়ারিং : বিজ্ঞান শাখা থেকে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ এবং পদার্থ বিজ্ঞান, রসায়ন ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ থাকতে হবে।
GCE ও এবং ও লেভেল
জিডি(পি) : ও লেভেলে সাধারণ গণিত ও পদার্থ বিজ্ঞান -সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে এবং এ লেভেলে সাধারণ গণিত ও পদার্থ বিজ্ঞান-এ ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে।জিডি(এন) : ও লেভেলে পদার্থ বিজ্ঞান ও সাধারন গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে এবং এ লেভেলে পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে।
ইঞ্জিনিয়ারিং : ও লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও সাধারণ গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি।
ফ্লাইং অফিসার হতে হলে যে কয়টি পরীক্ষা দিতে হয় তা হলোঃ
ক) প্রাথমিক মেডিক্যাল।
খ) প্রাথমিক ভাইভা।
গ) লিখিত পরীক্ষা।
ঘ) ISSB বা ৪দিন ব্যাপী আই কিউ, মনস্তাত্তিক, ভাইভা, পরিচালনার গুণাবলী, কমিউনিকেশন স্কিল, প্ল্যানিং, শারীরিক যোগ্যতা ইত্যাদির বিষয়ে পরীক্ষা।
ঙ) চূড়ান্ত মেডিক্যাল ।
চ) চূড়ান্ত ভাইভা।
এয়ারম্যান হতে হলে যে কয়টি পরীক্ষা দিতে হবে তা হচ্ছেঃ কয়েক ধাপে অনুষ্ঠিত হয় বাছাই প্রক্রিয়া। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ :
টেকনিক্যাল ট্রেড: এই ট্রেড কয়েকটি পরিক্ষা নেওয়া হয়।যেমন, লিখিত পরীক্ষা ( আই কিউ, ইংরেজী, গনিত ও পদার্থ বিজ্ঞান ), ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিতে হবে ।
নন-টেকনিক্যাল ট্রেড, প্রভোস্ট ও পিএফএন্ডডিআই ট্রেড: ডাক্তারি পরীক্ষা,লিখিত পরীক্ষা (আই-কিউ, ইংরেজী), লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দিতে হবে।
মিউজিক ট্রেড : ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা (আই-কিউ, ইংরেজী), এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ।
এমওডিসি পদবীতে মনোনীত হতে হলে যে কয়টি পরীক্ষা দিতে হবে তা হচ্ছেঃ
আবেদনকারীদের এসএসসি/ সমমানের বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা নেয়া হয়। পরীক্ষাটি নেওয়া হবে মোট ৫০ নম্বরের। তাছাড়া প্রার্থীদের মৌখিক ও ডাক্তারি পরীক্ষার সামনা-সামনি হতে হবে।
বাংলাদেশ বিমান বাহিনী একজন যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিক, উল্লিখিত পদ অনুযায়ী গুণসম্পন্ন হলেই বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করতে পারবে ।বিমানবাহিনীতে মুলত তিনটি ক্যাটাগরি রয়েছে।
আরো পড়ুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা কী ভাবে চেক করবেন
১। ফ্লাইং অফিসার হতে যা যা লাগবে তা ভালোভাবে জানবো
ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিমানবাহিনী তে অফিসার ক্যাডেটরা প্রশিক্ষণ কাল বিইউপির অধীনে বিএসসি (সম্মান)বিবিএ ডিগ্রি ও অ্যারোনেটিকস এবং এমআইএসটির অধীনে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স,অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে পারবেন।
আবেদন এর শিক্ষাগত যোগ্যতা: এডিডব্লিউসি,জিডি (পি),মেটিয়রলজিতে,লজিস্টিক আবেদন এর জন্য উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ ৪.৫০ লাগবে। অ্যাডমিনে আবেদন করতে হলে প্রয়োজন যেকোনো বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে উচ্চ মাধ্যমিক। ফিন্যান্স শাখা থেকে আবেদনের জন্য প্রয়োজন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ এ জিপিএ ৪.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি হতে হবে।জিডি শাখার প্রার্থীদের জন্য দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারণ করে দেখা হবে। উল্লেখ, আবেদনকারী নারী-পুরুষ সবাইকে বাংলাদেশের নাগরিক।
২। এয়ারম্যান-
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: টেকনিক্যাল ট্রেড : SSC বিজ্ঞান / সমমান শাখা থেকে ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে।
নন-টেকনিক্যাল ট্রেড : এস.এস.সি. ন্যূনতম জিপিএ-৩.৫/ সমমান।
প্রভোস্ট ও পিএফএন্ডডিআই ট্রেড : এস,এস,সি সমমান ন্যূনতম GPA-৩.৫ থাকতে হবে।
মিউজিক ট্রেড : এস,এস,সি ন্যূনতম জিপিএ-২.৫/ সমমান।
অন্যান্য যোগ্যতা:
জাতীয়তা: বাংলাদেশী পুরুষ নাগরিক এবং অবিবাহিত
বয়স: ১৬-২১ বছর সব ট্রেডের প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ ২৬ বছর তারা শুধুমা্ত্র বাদ্যযন্ত্রে পারদর্শী মিউজিক ট্রেডের প্রার্থী।
উচ্চতা: ন্যূনতম ১.৬৩ মি. ( ৫ ফুট ৪ ইঞ্চি ) মিউজিক ট্রেড, নন-টেকনিক্যাল, টেকনিক্যাল, প্রার্থীদের জন্য ন্যূনতম ১.৭৩ মি. ( ৫ ফুট ৮ ইঞ্চি ) পিএফএন্ডডিআই ও প্রভোস্ট ট্রেড প্রার্থীদের জন্য
ওজন: ন্যূনতম ৫০ কেজি (১১০ পাউন্ড)
বুকের মাপ: ন্যূনতম ৭৬ হইতে ৮১ সে.মি. ( ৩০ ইঞ্চি – ৩২ইঞ্চি )
চোখ: ৬/৬ বা বিধি অনুযায়ী।
৩। এমওডিসি-
বাংলাদেশ বিমান বাহিনির এমওডিসি এই পদে শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য।তার জন্য সমমান বা মাধ্যমিক পাস। আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে।এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ অবশ্যই থাকবে। আবেদন কর্যে হলে গ্রহণযোগ্য ওজন ৪৯.৯৪ কেজি থাকতে হবে।
শারীরিক যোগ্যতাঃ
উচ্চতাঃ এমওডিসি ও সিম্যান : ৫ ফুট ৬ ইঞ্চি প্রয়োজন , পেট্রলম্যান: ৫ ফুট ৮ ইঞ্চি প্রয়োজন, অন্যান্য শাখা: ৫ ফুট ৪ ইঞ্চি প্রয়োজন,
বুকের মাপ:- স্বাভাবিক ৩০ ইঞ্চি হতে হবে এবং স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে ।
দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে। ওজন: বয়স ও উচ্চতা অনুসারে হতে হবে।
বয়স: বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে ১৭-২০ বছর। তবে এমওডিসি পদে ১৬-২১ বছর।
অন্যান্য যোগ্যতা: শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদনের জন্য গ্রহণযোগ্য।
আরো পড়ুনঃ অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম | প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪
শারীরিক যোগ্যতাঃ–
বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (০১ জুলাই ২০২১ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য হবে না।
মহিলা প্রার্থীদের যোগ্যতা
উচ্চতা : জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে ।
অন্যান্য : কমপক্ষে ৬২ ইঞ্চি হতে হবে।
প্রসারণ : ২ ইঞ্চি হতে হবে।
বুকে মাপ : কমপক্ষে ২৮ ইঞ্চি হতে হবে।
পুরুষ প্রার্থীদের যোগ্যতা
উচ্চতা : কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে।।
বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চিহতে হবে।।
প্রসারণ : ২ ইঞ্চি হতে হবে।।
ওজন : উচ্চতা অনুযায়ী হতে হবে।।
চোখ : জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টশক্তি ৬/৬ হতে হবে।
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী থাকতে হবে।
নাগরিকত্ব: বাংলাদেশী মহিলা /পুরুষ নাগরিক।
বৈবাহিক অবস্থা: বিবাহিত /অবিবাহিত পদ অনুযায়ী
প্রয়োজনীয় কাগজপত্র:-
- পূরণকৃত আবেদন ফরম এর কপি
- সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও কাগজপত্রে কপি
- চারিত্রিক সনদপত্র
- নাগরিকত্বের কপি
প্রযোজ্য ক্ষেত্রে, চাহিদা, নিয়োগ বিজ্ঞপ্তির ও প্রয়োজন অনুসারে অন্যান্য কাগজপত্র
প্রয়োজনীয় খরচ: ২০০/= টাকার সাথে এস এম এস এর চার্জ যোগ করা হবে
সেবা প্রাপ্তির সময়: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট কর্মদিবস ও সময়
আবেদন করতে হবে: বাংলাদেশ বিমানবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট থেকে Bangladesh Air Force
আবেদনের সময়: বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রকাশিত তারিখ অনুসারে, বাংলাদেশ বিমানবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট আবেদন ফরম পুরণ করতে হবে।