প্রধান শিক্ষকের কাছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিময় নিয়ে বিস্তারিত আজকে দেখবেন। আপনি যদি স্কুল বা কলেজে পড়েন তাহলে আমাদের দেওয়া আবেদনপত্র দেখে আপনি আপনার নাম স্কুল-কলেজের নাম, নিজের ক্লাস ও রোল পরিবর্তন করে জমা দিতে পারবেন। আশা করছি আমাদের দেওয়া দরখাস্ত বা আবেদনপত্র আপনাদের অনেক কাজে আসবে।
আবেদন বা দরখাস্ত কি
মানব জীবনে আবেদন বা দরখাস্ত এর গুরুত্ব অপরিসীম। মনের ভাব বিনিময়ের একটি প্রধান এবং সহজ মাধ্যম হলো পত্র। যদিও বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মনের ভাব বিনিময় তথা সংবাদ আদান-প্রদানের অনেক উন্নতর মাধ্যম উদ্ভাবিত হয়েছে তথাপি আবেদন বা দরখাস্ত গুরুত্ব কমেনি। জীবনে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার প্রণিধানযোগ্য।
তবে উদ্দেশ্য ও ক্ষেত্রভেদে (letter) আবেদন বা দরখাস্ত এর ধরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমনঃ ব্যক্তিগত, স্কুল-কলেজ, অফিস সংক্রান্ত, ব্যবসায়িক ইত্যাদি। কাজের বিভিন্ন ধরণের letter প্রচলিত রয়েছে। এইসব পত্র লেখার বেশ কিছু নিয়ম-রীতি রয়েছে।
বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখার নিয়ম
তারিখঃ ১১/০৩/২০২৪
বরাবর,
প্রধানশিক্ষক,
শ্রীমঙ্গল সরকারি স্কুল এন্ড কলেজ
মৌলভীবাজার, সিলেট
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন (নিজের ক্লাস) নিয়মিত ছাত্র। আমাদের দশ সদস্য একটি বড় পরিবার। তাদের মধ্যে ৪জন হলো স্কুলগামী। আমাদের কোনো জমিজমা নেই। আমার বাবা একজন গরিব ব্যবসায়ী। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। এখন, তিনি আমার শিক্ষার ব্যয়ভার বহল করতে অসমর্থ।
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাকে সম্পূর্ণ অবৈতনিক ছাত্র হিসেবে অধ্যয়ন করার সুযোগ দানে বাধিত করবেন।
বিনিত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র,
নামঃ
শ্রেণিঃ
রোলঃ
শাখাঃ
এই আবেদনপত্র বা দরখাস্ত আপনি স্কুলসহ মাদ্রাসা সুপার, ও কলেজের প্রিন্সিপাল এর নিটক লিখে জমা দিতে পারবেন। তবে লেখার সময় মনে রাখবেন, আপনার নিজের নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণি রোলসহ সকল বিষয় লিখতে ভুল না হয়।
আশা করছি, আপনারা বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। ফাস্টবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।