জন্ম নিবন্ধনের জন্য প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সহ সকল বিষয় তার সাথে আপনি এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন পত্র দিয়ে নতুন jonmo nibondhon আবেদন করতে পারবেন। আপনারা অনেক জায়গায় অনেক নিয়মে লেখা পাবেন কিন্তু আমরা আপনাদের খুব সহজে ছোট সুন্দর করে লিখে দিবো যাতে জন্ম নিবন্ধনের জন্য ডাক্তারের প্রত্যয়ন পত্র লেখা বুঝতে অসুবিধা না হয়।
আবেদন বা দরখাস্ত কি
মানব জীবনে আবেদন বা দরখাস্ত এর গুরুত্ব অপরিসীম। মনের ভাব বিনিময়ের একটি প্রধান এবং সহজ মাধ্যম হলো পত্র। যদিও বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মনের ভাব বিনিময় তথা সংবাদ আদান-প্রদানের অনেক উন্নতর মাধ্যম উদ্ভাবিত হয়েছে তথাপি আবেদন বা দরখাস্ত গুরুত্ব কমেনি। জীবনে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার প্রণিধানযোগ্য।
তবে উদ্দেশ্য ও ক্ষেত্রভেদে (letter) আবেদন বা দরখাস্ত এর ধরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমনঃ ব্যক্তিগত, স্কুল-কলেজ, অফিস সংক্রান্ত, ব্যবসায়িক ইত্যাদি। কাজের বিভিন্ন ধরণের letter প্রচলিত রয়েছে। এইসব পত্র লেখার বেশ কিছু নিয়ম-রীতি রয়েছে।
আরো পড়ুনঃ নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র চেয়ারম্যান এর কাছে
জন্ম নিবন্ধনের জন্য প্রত্যয়ন পত্র লেখার নিয়ম
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, সুমন আহমেদ, পিতা- মৃতঃ জাবিদ মিয়া, মাতা- মৃতঃ নেকজান বিবি, সাং- বাল্লারপাড়, ডাকঘর- কমলগঞ্জ, উপজেলা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার। তাহার জন্ম তারিখ ০১/০৪/১৯৪০ ইং আমার সম্মুখে স্বীকার করিয়াছেন। আমি তাহার জন্ম তারিখ সনাক্তকারী। তিনি জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক ও পৌরসভার ০২নং ওয়ার্ডের বাল্লারপাড় গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমার জানামতে সে কোন প্রকার রাষ্ট্র বা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত নহে। তাহার জন্ম নিবন্ধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
ডাক্তারের নাম ও স্বাক্ষর
আরো পড়ুনঃ অনলাইনে জন্মনিবন্ধন আবেদন করার নিয়ম | ফরম ডাউনলোড পিডিএফ ২০২৪
এই আবেদনপত্র বা দরখাস্ত আপনি ডাক্তারের প্রত্যয়ন পত্র লেখার নিয়ম এর নিটক লিখে জমা দিতে পারবেন। তবে লেখার সময় মনে রাখবেন, আপনার নিজের নাম, নিজের সকল তথ্য ও বিষয় লিখতে ভুল না হয়।