জিপিএফ হলো সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল প্রকল্প সরকারি কর্মচারী কর্মকর্তা বাদে জিপিএফ বা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা যায় না। এই জিপিএফ এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা প্রতি মাসের মূল বেতনের ২৫% পর্যন্ত অটোমেটিক টাকা কর্তন করে থাকে। যা বছর শেষে ১৩% তের পারসেন্ট হারে মুনাফা দিয়ে থাকে সরকার। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এই জিপিএফ এর হিসাব বা টাকার হিসাব দেখতে পারবেন।
জিপিএফ ব্যালেন্স চেক
আপনাদের জিপিএফ ব্যালেন্স চেক করতে যা যা প্রয়োজন হবে। যেহেতু আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে জিপিএফ এর হিসাব পেয়ে যাবেন তারপরও আপনাকে কিছু ইনফরমেশন প্রয়োজন হবে। এনআইডি কার্ড এর নাম্বার বা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার।
আপনি যে নাম্বারে ইএফটি মেসেজ পেয়ে থাকেন যে নাম্বার আপনার সাবমিট করাছেন সেই মোবাইল নাম্বার। মনে রাখতে হবে এই মোবাইল নাম্বারটা অত্যন্ত দরকারী এই মোবাইল নাম্বার না হলে আপনার ওটিপি আসবে না।
আরো পড়ুনঃ গার্মেন্টস চাকরির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ইত্যাদি
জিপিএফ পেইজ নম্বর ভলিউম নম্বর চেক করতে প্রয়োজন-
১। এনআইডি / স্মার্ট এনআইডি
২। মোবাইল নম্বর
তো চলুন দেখে নেয় –
প্রথমে আপনার মোবাইলের যে কোন ব্রাউজারের গুগোলে যান।
ওখানে gpf information লিখে সার্চ করুন।
এই যে দেখতে পাচ্ছেন https://www.cafopfm.gov.bd/ ওয়েব সাইট এ ক্লিক করুন
GPF Information https://www.cafopfm.gov.bd/ এই ওয়েব সাইটে গিয়ে ক্লিক হেয়ার এ ক্লিক করুন।
- এনআইডি / স্মার্ট এনআইডি নম্বর দিন
- মোবাইল নম্বর দিন
- এনআইডি নম্বর ১৭ সংখ্যা দিতে পারেন।
- যে মোবাইল নম্বর আপনি ওটিপি ম্যাসেজ পান সেই মোবাইল নম্বর হতে হবে।
- তার পর সাবমিট বাটনে ক্লিক করুন
আরো পড়ুনঃ বিসিএস ক্যাডার কি? কেন বিসিএস পড়তে হবে ২০২৪
এখনে আপনার মোবাইলে প্রাপ্ত ওটিপি দেন
2021-22 হিসাব দেখতে গো তে ক্লিক করুন নিচে চলতি বছরের হিসাব দেখতে নিচে ক্লিক করুন
এখানে আপনার সব তথ্য দেখতে পারবেন । আপনাকে অনেক ধন্যবাদ
আশা করছি, আপনারা GPF এর পেইজ নম্বর ভলিউম নম্বর বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। Fastbdinfo সাথে থাকার জন্য ধন্যবাদ।