গভীর নলকূপ বা টিউবওয়েল স্থাপনের জন্য আবেদন পত্র লেখার নিয়ম। আপনারা যারা চেয়ারম্যান এর কাছে টিউবওয়েল বা গভীর নলকূপ চেয়ে যেভাবে লিখে জমা দিবেন তা সম্পর্কে বিস্তারিত নিচে দেখতে পারবেন। অনেক জায়গায় অনেক নিয়মে লেখা পাবেন কিন্তু আমরা আপনাদের খুব সহজে ছোট সুন্দর করে লিখে দিবো যাতে ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা মেয়র লেখা বুঝতে অসুবিধা না হয়।
আবেদন বা দরখাস্ত কি
মানব জীবনে আবেদন বা দরখাস্ত এর গুরুত্ব অপরিসীম। মনের ভাব বিনিময়ের একটি প্রধান এবং সহজ মাধ্যম হলো পত্র। যদিও বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মনের ভাব বিনিময় তথা সংবাদ আদান-প্রদানের অনেক উন্নতর মাধ্যম উদ্ভাবিত হয়েছে তথাপি আবেদন বা দরখাস্ত গুরুত্ব কমেনি। জীবনে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার প্রণিধানযোগ্য।
তবে উদ্দেশ্য ও ক্ষেত্রভেদে (letter) আবেদন বা দরখাস্ত এর ধরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমনঃ ব্যক্তিগত, স্কুল-কলেজ, অফিস সংক্রান্ত, ব্যবসায়িক ইত্যাদি। কাজের বিভিন্ন ধরণের letter প্রচলিত রয়েছে। এইসব পত্র লেখার বেশ কিছু নিয়ম-রীতি রয়েছে।
আরো পড়ুনঃ জিপিএফ এর পেইজ নম্বর ভলিউম নম্বর বের করার নিয়ম
নলকূপ স্থাপনের জন্য আবেদন
তারিখঃ
বরাবর,
ইউনিয়ন চেয়ারম্যান
৫নং ইউপি, কমলগঞ্জ, মৌলভীবাজার
বিষয়ঃ নলকূপ স্থাপনের জন্য আবেদন
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নিম্নস্বাক্ষরকারী এই মর্মে আবেদন করিতেছি যে, আমরা ০৫নং দক্ষিণ বালিগাঁও ইউনিয়নের নাগরিক। আবেদনকারীর নামঃ (নিজের নাম), স্বামী অথবা বাবার নাম : জামাল বকস, গ্রামঃ বাল্লারপাড় ৫নং ওয়ার্ড, উপজেলাঃ কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার, সিলেট এর স্থায়ী বাসিন্দা| আমাদের বাড়ী ও আশেপাশে মিলিয়ে প্রায় ৮টি পরিবার বসবাস করে। কিন্তু এখানে কোন গভীর নলকূপ নাই। গভীর নলকূপ না থাকার কারনে আমাদের এই সমস্ত বাড়ীর লোকজনের বিভিন্ন প্রকার পানিবাহিত রোগের সৃষ্টি হয় এবং এতে করে অনেক শিশু মারাত্মক অসুস্থ্য হয়ে পরে। তাই অতি জরুরি ভিত্তিতে একটি গভীর নলকূপ স্থাপন করা একান্ত প্রয়োজন৷
অতএব, জনাবের নিকট আমাদের আকুল আবেদন, যাহাতে আমরা একটি গভীর নলকূপ পাইতে পারি তাহার সু-ব্যবস্থা দানে জনাবের একান্ত মর্জি হয়৷
বিনিত নিবেদক,
নামঃ নিজের নাম
স্বামী অথবা বাবার নামঃ জামাল বকস
গ্রাম-সুন্দরপুর, কুমড়া কাপন ডাকঘর-কেরামত নগর (৫২৬০)
উপজেলা-কমলগঞ্জ, জেলাঃ মৌলভীবাজার।
মোবাইল-০১৭১২৩৪৫৬৭৮৯
আরো পড়ুনঃ গার্মেন্টস চাকরির বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ইত্যাদি
এই আবেদনপত্র বা দরখাস্ত আপনি ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা মেয়র এর নিটক লিখে জমা দিতে পারবেন। তবে লেখার সময় মনে রাখবেন, আপনার নিজের নাম, নিজের সকল তথ্য ও বিষয় লিখতে ভুল না হয়।